কলকাতা, ৫ অগাস্ট : ক্ষমতায় আসার পর রাজ্যে তথ্যপ্রযুক্তি শিল্পে জোয়ার এনেছেন মমতা । 'সোজা বাংলায় বলছি ' কর্মসুচিতে পরিসংখ্যান তুলে দাবি করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন । তিনি বলেন, "রাজ্যে তথ্যপ্রযুক্তি শিল্পে বিভিন্ন ক্ষেত্রে ৮৫ হাজারের বেশি কর্মসংস্থান ঘটেছে। পাশাপাশি IT ইন্ডাস্ট্রির জন্য গত ১০ বছরে অনেক অর্থ ও জমি বরাদ্দ করেছে রাজ্য সরকার।"
তথ্যপ্রযুক্তি শিল্পে কত কর্মসংস্থান, পরিসংখ্যান পেশ ডেরেকের - WEST BENGAL
রাজ্যে ক্ষমতায় এসে তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতি করেছে তৃণমূল কংগ্রেস । 'সোজা বাংলায় বলছি' কর্মসূচির পঞ্চম পর্বে পরিসংখ্যান তুলে দাবি করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন
রাজ্যে কর্মসংস্থানের বেহাল দশার উল্লেখ করে সরকারকে আক্রমণ করে বিরোধীরা । এবার 'সোজা বাংলায় বলছি' কর্মসূচির পঞ্চম পর্বে বিরোধীদের অভিযোগ খারিজ করলেন ডেরেক ও'ব্রায়েন । রাজ্যের তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে সার্বিক পরিসংখ্যান তুলে ধরেন তৃণমূল এই সাংসদ । ১ মিনিটের ভিডিয়ো বার্তায় ব্যাখ্যা সহ কর্মসংস্থান নিয়ে তিনি বলেন, "উইপ্রোতে কর্মসংস্থান হয়েছে ১০ হাজারেরও বেশি । IBM-এ কর্মসংস্থান হয়েছে ১৫ হাজারের বেশি। কগনিজ়্যান্টে কর্মসংস্থান হয়েছে ২০ হাজারের বেশি এবং TCS-এ ৪০ হাজারের বেশি কর্মসংস্থান হয়েছে । "
কর্মসংস্থানের পাশাপাশি বিনিয়োগ প্রসঙ্গে তাঁর বক্তব্য, "গত ১০ বছরে IT ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ৮ হাজার ৩০০ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ২৩ হাজার কোটি টাকা। ১৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। IT পার্কের সংখ্যা ৫০০ থেকে বেড়ে হয়েছে ২৬০০। বেঙ্গল সিলিকন ভ্যালির জন্য ১০০ একর জমি বরাদ্দ করা হয়েছে। খুব তাড়াতাড়ি আরও ১০০ একর জমি দেওয়া হবে। সোজা বাংলায় বলছি। একটু ভেবে দেখুন। সাবধানে থাকুন। ভালো থাকুন।"