কলকাতা, 26 অক্টোবর: কালীঘাট মন্দিরে পুজো দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (All India TMC General Secretory Abhishek Banerjee )। চোখের জটিল অস্ত্রপচারের পর সোমবার সকালেই কলকাতায় ফিরেছেন অভিষেক। সন্ধ্যায় কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পারিবারিক পুজোয় যোগ দেন তিনি (Abhishek Banerjee visited Kalighat temple)। সেখানেই রাতে অঞ্জলিও দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপর মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রী রুজিরাকে নিয়ে কালীঘাট মন্দিরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Abhishek Banerjee: রাতে কালীঘাটে পুজো দিলেন অভিষেক
মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রী রুজিরাকে নিয়ে কালীঘাট মন্দিরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee visited Kalighat temple)। এর আগে সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন অভিষেক।
কালীঘাট মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, তাঁর চোখের অপারেশন সফল হয়েছে। আশা করছেন কিছুদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে যাবেন। এদিনও মন্দিরে দেখা যায় তাঁর চোখ লাল হয়ে আছে। তবে তিনি আশাবাদী দ্রুত সুস্থ হয়ে যাবেন।
প্রসঙ্গত, 2016 সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদে এক দলীয় কর্মিসভা থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন অভিষেক। সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি দুধের গাড়িতে আচমকা ধাক্কা মেরে উল্টে যায় তৃণমূল সাংসদের গাড়ি। দুমড়ে যাওয়া গাড়ি থেকে অচৈতন্য অবস্থায় অভিষেককে উদ্ধার করা হয়েছিল। সেই দুর্ঘটনায় সাংসদের বাঁ চোখের নীচে ‘অরবিটাল বোন’ ভেঙে যায়। সেই থেকেই চিকিৎসা চলছে। দেশ-বিদেশের একাধিক প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা হয়েছে। নানা সময়ে অস্ত্রোপচারও করতে হয়েছে । সম্প্রতি আমেরিকায় গিয়ে চিকিৎসা করান ডায়মন্ড হারবারের সাংসদ ।