কলকাতা, 10 নভেম্বর: সম্প্রতি ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী । শুক্রবার দক্ষিণ 24 পরগনার ফলতায় গিয়ে তাঁকে পালটা জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
2024 সালে লোকসভা নির্বাচন ৷ ভোট ঘোষণা হতে আর কয়েকমাস বাকি ৷ কিন্তু এখন থেকেই ডায়মন্ড হারবার নিয়ে পরিকল্পনা সাজাতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি । কারণ, সেখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ডকে হারাতে মরিয়া বিরোধীরা ৷ নওশাদকে সামনে রেখে একটা মহাজোটের ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে খবর ।
সেই পরিস্থিতিতে এ দিন তাঁর নিজের নির্বাচনী ক্ষেত্রে দাঁড়িয়ে নাম না করে নওশাদকে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বললেন, ‘‘টাকা নিয়ে সেটিং করে, ধর্মে ধর্মে বিভেদ তৈরি করা একজন জনপ্রতিনিধির কাজ নয় । তাঁদের কাজ মানুষের পাশে দাঁড়ানো ।’’
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘শুনছি কেউ কেউ চাইছেন ডায়মন্ড হারবার থেকে দাঁড়াতে । সে দাঁড়াক । গুজরাত, উত্তরপ্রদেশ থেকে এসেও চাইলে কেউ দাঁড়াতে পারেন । এটা তো গণতন্ত্র । শুধু আপনারা ঐক্যবদ্ধ থাকুন । 3 লক্ষ 21 হাজারের ব্যবধান এবার চার লক্ষে নিয়ে যান । ফলতার ব্যবধান এবার 45 হাজার থেকে 70 হাজার করতে হবে আপনাদেরই । ওরা যেই দাঁড়াক, ভোকাট্টা হয়ে যাবে, উড়ে যাবে । আমি যতদিন আছি, ডায়মন্ড হারবারে কোনোদিন সাম্প্রদায়িক রাজনীতি করতে দেব না ।’’