কলকাতা, 14 সেপ্টেম্বর:মিছিল নগরী কলকাতা । অনেকে ভালোবেসে বলেন তিলোত্তমা । মঙ্গলবার নবান্ন অভিযানের হাত ধরে শহর ভয়াবহ রূপ নিল । গেরুয়া শিবিরের 'নবান্ন চলো'র নামে রাজ্য যা দেখল, তাকে রাজনৈতিক তাণ্ডব ছাড়া আর কিই বা বলা চলে ! অভিযোগ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC MP Abhishek Banerjee urges India to reject BJP after Nabanna March) ।
গতকাল দিনের শুরু থেকে শাসকদল নিজেদের সংযত রেখেছে বলে দাবি করেছে । বিরোধী দলের এই কর্মসূচি রুখতে রাজপথে দেখা যায়নি তৃণমূলের কর্মী-সমর্থকদের । পরিস্থিতি সামাল দিয়েছে পুলিশ-প্রশাসন । 13 সেপ্টেম্বর, দিনের শেষে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি নিয়ে বিজেপিকে প্রবল ভাবে কটাক্ষ করেন ।
আরও পড়ুন: নেতাদের ছাড়াই নবান্ন অভিযানে ধুন্ধুমার বাঁধালেন কর্মী-সমর্থকরা