পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদে রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে অভিষেক - তৃণমূল কংগ্রেস

গত শনিবার নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় সাড়ে ন’ঘণ্টা সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার তিনি এই মামলায় রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ৷ শুনানি আগামী শুক্রবার ৷

Abhishek Banerjee
Abhishek Banerjee

By

Published : May 22, 2023, 1:15 PM IST

Updated : May 22, 2023, 1:47 PM IST

নয়াদিল্লি, 22 মে: সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যাতে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে না পারে, সেই জন্য শীর্ষ আদালতের কাছে রক্ষাকবচ দেওয়ার আবেদন করেছেন তিনি ৷ আগামী শুক্রবার এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চে ৷

কুন্তল ঘোষের চিঠি মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে অব্য়াহতি দেয়নি ৷ ডিভিশন বেঞ্চও জরুরি ভিত্তিতে মামলার শুনানি করতে রাজি হয়নি ৷ ফলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের এই তরুণ তুর্কি ৷ তাঁর হয়ে এদিন আদালতে হাজির হন আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ কংগ্রেসের অভিষেক মনুসিংভি ৷ সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চের দুই বিচারপতি অনিরুদ্ধ বোস ও সঞ্জয় কারোলের কাছে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন জানান ৷ তবে আদালত জানিয়ে দেয় যে শুনানি হবে আগামী শুক্রবার, 26 মে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, যাবতীয় বিতর্কের সূত্রপাত গত 29 মার্চ ৷ সেদিন কলকাতার শহিদ মিনারের সভা থেকে অভিষেক দাবি করেছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি সব দুর্নীতির মামলাতেই তাঁর নাম বলানোর জন্য ধৃতদের উপর চাপ সৃষ্টি করে ৷ তার পরই নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ দাবি করেন যে ইডি তাঁকে দিয়ে অভিষেকের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে ৷ এই নিয়ে আদালত ও পুলিশের কাছে চিঠিও পাঠান তিনি ৷

সেই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, ইডি ও সিবিআই চাইলে এই নিয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতেই পারে ৷ সুপ্রিম কোর্টে যান অভিষেক ৷ সাক্ষাৎকার বিতর্কের জেরে ওই মামলা বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের হাত থেকে সরিয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্টের নির্দেশে ৷ তবে বিচারপিত অমৃতা সিনহাও এই মামলা থেকে অভিষেককে অব্যাহতি দেওয়ার আবেদন খারিজ করেন ৷ তাঁকে ও কুন্তলকে 25 লক্ষ টাকা করে জরিমানা করেন ৷

গত শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওই রায়ের বিরুদ্ধে অভিষেকের আর্জি জরুরি ভিত্তিতে শুনতে রাজি হয়নি ৷ শনিবার সিবিআইয়ের কাছে এই মামলায় হাজিরা দেন অভিষেক ৷ সেদিনই তিনি সিবিআইকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে এই নিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন ৷ সেই মতো সোমবার তাঁর তরফে আবেদন করা হয় ৷ তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি ৷

সিংভি সুপ্রিম কোর্টকে জানান, সিবিআই ইতিমধ্যে অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছে ৷ ফের তাঁকে (অভিষেক) জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা করছেন অভিষেক ৷ তাই তাঁর (অভিষেক) বিরুদ্ধে যাতে কোনও কড়া পদক্ষেপ না করা হয়, সেই বিষয়ে রক্ষাকবচ দেওয়া হোক ৷

এই নিয়ে আগামী শুক্রবার শুনানি সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চে ৷ সেদিন আদালত কী নির্দেশ দেয়, সেই দিকেই তাকিয়ে বাংলার রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন:নবজোয়ার যাত্রা ভাঙতেই ডাকাডাকি, সাড়ে 9 ঘণ্টার জেরা শেষে হুঙ্কার অভিষেকের

Last Updated : May 22, 2023, 1:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details