কলকাতা, 6 সেপ্টেম্বর: দেশের নাম বদল নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ আর তাতেই কার্যত ঘি ঢেলেছে প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফরের সরকারি নথি ৷ সেখানে নরেন্দ্র মোদির পরিচয়ে লেখা রয়েছে 'প্রাইম মিনিস্টার অফ ভারত' ৷ আর তা নিয়েই বুধবার বিজেপিকে তুলোধোনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ বিজেপিকে আক্রমণ করে অভিষেক অভিযোগ করেছেন, 'ইন্ডিয়া' বনাম 'ভারত' করে বিজেপি আদতে বিভ্রান্তি ছড়াচ্ছে ৷
আগামী 9 তারিখ নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ আর সেই নৈশভোজের আমন্ত্রণ পত্রে দ্রৌপদী মুর্মুর পরিচয় হিসাবে 'গণপ্রজাতন্ত্রী ভারত'-এর রাষ্ট্রপতি লেখা হয়েছে ৷ যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ মঙ্গলবারই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ দেশের নাম 'ইন্ডিয়া' থেকে 'ভারত' হওয়ার নিয়ে প্রায় সবকটি রাজনৈতিক দলই তাদের প্রতিক্রিয়া দিয়েছে ৷ অনেকেই মনে করছেন, আগামী 18 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংসদের বিশেষ অধিবেশনে এই সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল কেন্দ্র আনতে পারে ৷ এদিন টুইট করে বিজেপিকে এই ইস্যুতে তীব্র কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি লিখেছেন, "জিনিসের আকাশ ছোঁয়া দাম, ব্যাপক মূল্যবৃদ্ধি, সাম্প্রদায়িক উত্তেজনা, বেকারত্ব, সীমান্তে বিরোধ, ডবল ইঞ্জিন সরকার এবং জাতীয়তাবাদ নিয়ে বক্তব্যের জন্য সরকারকে কাঠগড়ায় তুলব আমরা ৷"