কলকাতা, 4 অক্টোবর:বিমানবন্দরে নেমেই কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের দাবি খারিজ করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ সঙ্গে কোন পথে বৃহস্পতিবার রাজভবন অভিযান হবে তাও জানালেন তিনি ৷
দু’দিনের দিল্লিতে দলীয় বিক্ষোভ কর্মসূচি সেরে কলকাতায় ফিরে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিং এবং প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির দাবি ওড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, মঙ্গলবারের কর্মসূচি নিয়ে এদিনই মুখ খোলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "চুরি ঢাকতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জুলুমবাজি চলছে।"
তিনি আরও বলেন, "দিল্লিতে যেভাবে কৃষি মন্ত্রকে বিক্ষোভ দেখানো হয়েছে এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জনকে রাত সাড়ে আটটা অবধি দফতরে অপেক্ষা করানো হয়। কোনও সাংসদ বা মন্ত্রী দেখা করতে আসেননি। 500 লোক নিয়ে যেখানে-সেখানে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। অরাজকতা চলছে। পশ্চিমবঙ্গে মমতা-রাজে অরাজকতা হচ্ছে।" একই সঙ্গে, পশ্চিমবঙ্গকে দুই লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে বলেও দাবি করেন মন্ত্রী।
শুধু এমজিএনআরইজিএ-তেই 54 হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানান তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, "পশ্চিমবঙ্গ দুর্নীতির আখাড়া হয়ে উঠেছে। এই লুঠ লুকোতেই অরাজকতা করছে। ওই চুরিকে ঢাকতেই এইসব করা হচ্ছে।" এদিন বিমানবন্দরে নামতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে পালটা প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে অভিষেক বলেন, "আমরা ছ'টায় পৌঁছেছি কৃষিভবনে। প্রায় এক ঘণ্টা অপেক্ষা করার পর, আমাদের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন ও লোকসভা সাংসদ মহুয়া মৈত্র দু'জনেই আলাদা করে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। তখন নিরাপত্তার দায়িত্বে যাঁরা ছিলেন, তারা এসে বললেন এইমাত্র প্রতিমন্ত্রী বেরিয়ে গেলেন।"