পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Assembly : ইডি-সিবিআইয়ের আঞ্চলিক অধিকর্তার বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব তৃণমূলের - privilege motion

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইয়ের দুই আধিকর্তার বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল শাসকদল ৷ তাদের তরফে অভিযোগ, অধ্যক্ষের পদকে অবমাননা করার পাশাপাশি ইচ্ছাকৃতভাবে তাঁরা বিধানসভার মর্যাদাহানি করেছেন ৷

West Bengal Assembly
West Bengal Assembly

By

Published : Nov 17, 2021, 3:56 PM IST

কলকাতা, 17 নভেম্বর : মঙ্গলবার ইডি এবং সিবিআইয়ের সমালোচনা করে বিধানসভায় ক্ষোভ প্রকাশ করেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । এই ঘটনার 24 ঘণ্টার মধ্যে ডিএসপি সিবিআই সত্যেন্দ্র সিং এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইডি রথীন বিশ্বাসের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব নিয়ে এল সরকার পক্ষ ।

এদিন বিধানসভার দ্বিতীয় পর্বের শুরুতেই সরকার পক্ষের হয়ে এই প্রস্তাব নিয়ে আসেন তৃণমূল বিধায়ক তাপস রায় । তাঁর অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডির তরফ থেকে বারবার ইচ্ছাকৃতভাবে বিধানসভার মর্যাদাহানি করা হয়েছে । একইসঙ্গে অধ্যক্ষের পদকেও অবমাননা করা হয়েছে ।

তাপস রায়ের এই প্রস্তাবকে সমর্থন জানান তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং প্রস্তাবটি গ্রহণ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷
মঙ্গলবার বিধানসভায় এই বিষয়ে ক্ষোভ উগরে দেন বিমানবাবু । তিনি অভিযোগ করেন, সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় সংস্থাগুলি বারংবার অধ্যক্ষর চেয়ারের অমর্যাদা করেছেন । অধ্যক্ষের তরফ থেকে চারবার দুই সংস্থার আঞ্চলিক অধিকর্তাকে তলব করা হলেও তাঁরা ইচ্ছাকৃতভাবে তা এড়িয়ে গিয়েছেন ।

এই বিষয়ে মঙ্গলবার বিধানসভাকে অবগত করেছিলেন অধ্যক্ষ । এরপর শাসকদলের তরফ থেকে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব নিয়ে আসায় অধ্যক্ষ তাঁকে সমর্থন জানান ।

আরও পড়ুন :BJP Walkout : মুলতবি প্রস্তাব গৃহীত না হওয়ায় বিধানসভায় ওয়াকআউট বিজেপির

ABOUT THE AUTHOR

...view details