কলকাতা, 30 নভেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়ে বিধায়কদের আমন্ত্রণ জানিয়েছিলেন আলিপুর সেন্ট্রাল জেলে স্বাধীনতার 75 বছর উপলক্ষে তৈরি হওয়া মিউজিয়াম ঘুরে আসার জন্য । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পৌরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে তিনি দায়িত্ব দিয়েছিলেন বিধায়কদের সেখানে নিয়ে যেতে ৷
বুধবার বিধানসভার অধ্যক্ষের নেতৃত্বে আলিপুর সেন্ট্রাল জেলে তৈরি হওয়া মিউজিয়াম (Alipore Jail Museum) ঘুরে দেখলেন বিধায়কেরা । যদিও এদিন এই সফরে শুধু শাসকদলের বিধায়করাই উপস্থিত ছিলেন । ছিলেন না কোনও বিরোধী বিধায়ক । এদিন নবনির্মিত এই মিউজিয়াম পরিদর্শন করে শাসকদলের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় আপ্লুত ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যেভাবে ইতিহাস সংরক্ষণের কাজ হয়েছে তাকে বাহবা দিয়েছেন তিনি (TMC MLAs visit Alipore Jail Museum) ।
একইভাবে শাসকদলের মুখ্য সচেতক নির্মল ঘোষ জানিয়েছেন, শাসকদলকে নিয়ে বিরোধীদলের অনেক অভিযোগ । কয়েকদিন আগেই বিরোধী দলনেতা অভিযোগ করেছিলেন তাঁদের কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় না । কিন্তু এই সফরের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজে বিরোধীদের আমন্ত্রণ জানিয়েছিলেন । রাজনীতির ঊর্ধ্বে উঠে বিরোধীদের উচিত ছিল এই সফরে যোগ দেওয়া । এর থেকেই প্রমাণিত, রাজনীতি করতেই সেদিন বিধানসভায় দাঁড়িয়ে ওইসব অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী ।