পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Alipore Jail Museum: আলিপুর জেল সংগ্রহশালা ঘুরে দেখলেন তৃণমূল বিধায়করা

বুধবার আলিপুর জেলে তৈরি হওয়া সংগ্রহশালা দেখতে যান তৃণমূল বিধায়করা (TMC MLAs visit Alipore Jail Museum) ৷ যদিও যাননি বিজেপি বিধায়করা ৷

ETV Bharat
alipore jail museum

By

Published : Nov 30, 2022, 10:16 PM IST

কলকাতা, 30 নভেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়ে বিধায়কদের আমন্ত্রণ জানিয়েছিলেন আলিপুর সেন্ট্রাল জেলে স্বাধীনতার 75 বছর উপলক্ষে তৈরি হওয়া মিউজিয়াম ঘুরে আসার জন্য । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পৌরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে তিনি দায়িত্ব দিয়েছিলেন বিধায়কদের সেখানে নিয়ে যেতে ৷

বুধবার বিধানসভার অধ্যক্ষের নেতৃত্বে আলিপুর সেন্ট্রাল জেলে তৈরি হওয়া মিউজিয়াম (Alipore Jail Museum) ঘুরে দেখলেন বিধায়কেরা । যদিও এদিন এই সফরে শুধু শাসকদলের বিধায়করাই উপস্থিত ছিলেন । ছিলেন না কোনও বিরোধী বিধায়ক । এদিন নবনির্মিত এই মিউজিয়াম পরিদর্শন করে শাসকদলের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় আপ্লুত ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যেভাবে ইতিহাস সংরক্ষণের কাজ হয়েছে তাকে বাহবা দিয়েছেন তিনি (TMC MLAs visit Alipore Jail Museum) ।

একইভাবে শাসকদলের মুখ্য সচেতক নির্মল ঘোষ জানিয়েছেন, শাসকদলকে নিয়ে বিরোধীদলের অনেক অভিযোগ । কয়েকদিন আগেই বিরোধী দলনেতা অভিযোগ করেছিলেন তাঁদের কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় না । কিন্তু এই সফরের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজে বিরোধীদের আমন্ত্রণ জানিয়েছিলেন । রাজনীতির ঊর্ধ্বে উঠে বিরোধীদের উচিত ছিল এই সফরে যোগ দেওয়া । এর থেকেই প্রমাণিত, রাজনীতি করতেই সেদিন বিধানসভায় দাঁড়িয়ে ওইসব অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী ।

আরও পড়ুন: শীঘ্রই শুরু হবে হগ মার্কেট সংস্কারের কাজ, বরাদ্দ 26 কোটি টাকা

এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "সমস্ত বিধায়করা মিলে আলিপুর সংগ্রহশালা দেখতে যাওয়ার কথা । বিজেপি দলের বিধায়কদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল । আজকেও মনোজ টিগ্গাকে আমি বলি, কিন্তু তিনি হাতজোড় করে বলেন আমাদের পক্ষে এই আমন্ত্রণ গ্রহণ করা সম্ভব হচ্ছে না ।" তিনি আরও বলেন, "বিজেপি দলের অনেক বিধায়কই এই ধরনের অনুষ্ঠানে অংশ নিতে চান অথবা তাঁদের এলাকার সমস্যার কথা তুলে ধরতে চান । কিন্তু আমার মনে হয়েছে ইগোর কারণে তাদের আটকে দেওয়া হচ্ছে ৷ ইগো ভীষণ মারাত্মক জিনিস ।"

যদিও এদিনের এই সফরে তাদের বিধায়কদের না যাওয়া নিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি'র তরফ থেকে জানানো হয়েছে, যেহেতু এই মিউজিয়ামের জমি নিয়ে জনস্বার্থ মামলা রয়েছে সে কারণেই তাঁরা এই সফরে যোগ দেননি । বিরোধী বিধায়কদের অনুপস্থিতি প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "সবাই বলেছিলেন যাবেন, এখন যদি না যান, সেটা তাদের ব্যাপার । এখানে সরকার একটা সংগ্রহশালা করেছে, সেটা বিচারাধীন বিষয় হবে কেন ?"

ABOUT THE AUTHOR

...view details