কলকাতা, 25 এপ্রিল: সিবিআই অফিসে গিয়ে হাজিরা দিলেন নদিয়ার তেহট্টের বিধায়ক তৃণমূল কংগ্রেসের তাপস সাহা ৷ মঙ্গলবার সকালে তিনি কলকাতার নিজাম প্য়ালেসে সিবিআইয়ের দফতরে হাজির হন তাপস ৷ তার পর থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত কয়েকঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা ৷
নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের এই বিধায়কের ৷ সম্প্রতি কলকাতা হাইকোর্ট তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় ৷ তদন্তে নেমে দিনকয়েক আগে নদিয়ায় তাপসের বাড়িতে হাজির হয়েছিল সিবিআইয়ের একটি দল ৷ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিবিআইয়ের ওই দল তাপসের বাড়িতে সেদিন তল্লাশি চালায় ৷ তাঁর বাড়ি থেকে বেশ কিছু নথিও উদ্ধার করে সিবিআই ৷ তাঁর দু’টি ফোনও বাজেয়াপ্ত করে আনা হয় ৷
সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, তাপসের বাড়ি থেকে যে নথি বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলি যাচাই করার জন্যই তাঁকে তলব করা হয়েছে ৷ সিবিআই সূত্রে খবর, তাপস সাহার মোবাইল থেকেও বেশ কিছু তথ্য উদ্ধার হয়েছে ৷ সেই নিয়ে তাঁকে প্রশ্ন করা হচ্ছে ৷ সিবিআইয়ের অনুমান, একাধিক নিয়োগ দুর্নীতিতে জড়িত রয়েছেন তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক ৷