পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের - কোরোনায় মৃত তমোনাশ ঘোষ

রাজ্যে এই প্রথম কোরোনায় আক্রান্ত হয়ে কোনও বিধায়কের মৃত্যু হল । 23 মে থেকে অসুস্থ ছিলেন তিনি ।

তমোনাশ ঘোষ
তমোনাশ ঘোষ

By

Published : Jun 24, 2020, 9:24 AM IST

Updated : Jun 24, 2020, 1:12 PM IST

কলকাতা, 24 জুন : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের । তিনি ফলতার বিধায়ক ছিলেন । বয়স হয়েছিল 60 বছর । 23 মে থেকে তাঁর চিকিৎসা চলছিল বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে । আজ ভোরে মাল্টি অরগ্যান ফেলিওরের কারণে মৃত্যু হয় তাঁর ।

23 মে তাঁকে ভরতি করা হয়েছিল কলকাতার উডল্যান্ড হাসপাতালে । জ্বর নিয়ে ভরতি হন তিনি । পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । সোয়াবের নমুনা পরীক্ষা হলে রিপোর্ট পজ়িটিভ আসে । এরপর তাঁকে স্থানান্তরিত করা হয় বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালে । সেখানে কিছুদিন আগে তাঁর শারীরিক অবস্থার উন্নতিও হয় । কিন্তু পুরোপুরি সুস্থ হননি তিনি । সেখানেই চিকিৎসা চলছিল । গতরাতে অবস্থার অবনতি । অনেক চেষ্টার পরও তাঁকে আর বাঁচানো যায়নি ।

তমোনাশ ঘোষের পাশাপাশি কোরোনায় আক্রান্ত হন তাঁর দুই মেয়েও । তাঁদেরও চিকিৎসা চলছে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ।

আজ ভোরে তমোনাশ ঘোষের মৃত্যু হয় । রাজ্যে এই প্রথম কোরোনায় আক্রান্ত হয়ে কোনও বিধায়কের মৃত্যু হল ।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । টুইটে তিনি লিখেছেন, "তমোনাশ ঘোষ আমাদের তিনবারের বিধায়ক । দলের কোষাধ্যক্ষ ছিলেন 1998 সাল থেকে । আমাদের 35 বছরের সঙ্গী । তাঁর চলে যাওয়ায় যে শূন্য়তা তৈরি হল তা পূরণ করা মুশকিল । সমবেদনা রইল তাঁর স্ত্রী ঝরনা ও দুই মেয়ের প্রতি ।"

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । টুইটে লিখেছেন, "তিনবারের বিধায়ক তমোনাশ ঘোষের মৃত্যুতে শোকাহত । তিনি একজন অভিজ্ঞ নেতা ছিলেন । তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল ।"

এর আগে তামিলনাড়ুর এক বিধায়ক কোরোনায় আক্রান্ত হয়ে মারা যান ।

Last Updated : Jun 24, 2020, 1:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details