কলকাতা, 24 জুন : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের । তিনি ফলতার বিধায়ক ছিলেন । বয়স হয়েছিল 60 বছর । 23 মে থেকে তাঁর চিকিৎসা চলছিল বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে । আজ ভোরে মাল্টি অরগ্যান ফেলিওরের কারণে মৃত্যু হয় তাঁর ।
23 মে তাঁকে ভরতি করা হয়েছিল কলকাতার উডল্যান্ড হাসপাতালে । জ্বর নিয়ে ভরতি হন তিনি । পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । সোয়াবের নমুনা পরীক্ষা হলে রিপোর্ট পজ়িটিভ আসে । এরপর তাঁকে স্থানান্তরিত করা হয় বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালে । সেখানে কিছুদিন আগে তাঁর শারীরিক অবস্থার উন্নতিও হয় । কিন্তু পুরোপুরি সুস্থ হননি তিনি । সেখানেই চিকিৎসা চলছিল । গতরাতে অবস্থার অবনতি । অনেক চেষ্টার পরও তাঁকে আর বাঁচানো যায়নি ।
তমোনাশ ঘোষের পাশাপাশি কোরোনায় আক্রান্ত হন তাঁর দুই মেয়েও । তাঁদেরও চিকিৎসা চলছে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ।