পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শ্বাসকষ্টের সমস্যায় আইসিইউতে ভর্তি মন্ত্রী সাধন পাণ্ডে - হাসপাতালে ভর্তি সাধন পান্ডে

গতকালই তাঁর করোনা পরীক্ষা করানো হয়েছে ৷ করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ।তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের সিটি থোরাক্স পরীক্ষা করেছেন হাসপাতালের চিকিৎসকরা । দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত অসুখে ভুগছেন তিনি । এছাড়াও কিডনির সমস্যাও রয়েছে ।

সাধন পাণ্ডে
সাধন পাণ্ডে

By

Published : Jul 17, 2021, 11:33 AM IST

Updated : Jul 17, 2021, 1:15 PM IST

কলকাতা, 17 জুলাই : অসুস্থ রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে । গতকাল সন্ধে থেকে অসুস্থ বোধ করেন তিনি ৷ রাতে আরও অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় । আশঙ্কা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি ৷ এই মুহূর্তে হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন ।

গতকালই তাঁর করোনা পরীক্ষা করানো হয়েছে ৷ করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে । তৃণমূল বিধায়ক সাধন পান্ডের সিটি থোরাক্স পরীক্ষা করেছেন হাসপাতালের চিকিৎসকরা । দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত অসুখে ভুগছেন তিনি । এছাড়াও কিডনির সমস্যাও রয়েছে । ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ।

আরও পড়ুন, আপাতত স্থিতিশীল, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সাধন

চলতি বছরের এপ্রিল মাসের শেষেও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন । শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল । চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও শ্বাসকষ্টের সমস্যা থেকে গিয়েছিল ।

Last Updated : Jul 17, 2021, 1:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details