কলকাতা, ৭ ফেব্রুয়ারি : এবারে NRC-র বিরুদ্ধে অভিনব প্রতিবাদ রাজ্য বিধানসভার অন্দরে । গতকাল বাজেট অধিবেশনের প্রথম দিনে মাথায় NO NRC, NO NPR এবং NO CAA বিরোধী ফেটি ও বুকে প্লাকার্ড নিয়ে সরব হয়েছিলেন শাসক দলের বিধায়কেরা । কোনওভাবেই জাতীয় নাগরিক পঞ্জিকে মেনে নেবেন না বলে বিধানসভায় উপস্থিত রাজ্যপাল জগদীপ ধনকড়কে বার্তা দিলেন তাঁরা ।
NO NRC ফেটি বেঁধে রাজ্যপালের সামনে প্রতিবাদ তৃণমূল বিধায়কদের
বিধানসভায় বাজেট অধিবেশনের প্রথম দিনে ছিল রাজ্যপালের ভাষণ । ইতিমধ্যেই রাজ্যপালকে মোদি সরকারের প্রতিনিধি হিসেবেই দেখতে শুরু করেছে রাজ্যের শাসক দলের বিধায়কেরা । তাই বিধানসভায় রাজ্যপালকে পেয়ে NRC-র বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সুযোগ হাতছাড়া করলেন না তৃণমূলের বিধায়কেরা ।
বিধানসভায় বাজেট অধিবেশনের প্রথম দিনে ছিল রাজ্যপালের ভাষণ । ইতিমধ্যেই রাজ্যপালকে মোদি সরকারের প্রতিনিধি হিসেবেই দেখতে শুরু করেছে রাজ্যের শাসক দলের বিধায়কেরা । তাই বিধানসভায় রাজ্যপালকে পেয়ে NRC-র বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সুযোগ হাতছাড়া করলেন না তৃণমূলের বিধায়কেরা । রাজ্যপালের ভাষণের সময় অধিবেশন কক্ষে বুকে প্লাকার্ড নিয়ে মাথায় ফেটি বেধেঁ, নাগরিক পঞ্জির বিরুদ্ধে প্রতিবাদ জানালেন তারা । এ প্রসঙ্গে বিধায়ক কল্লোল খাঁ বলেন, "NO NRC , NO NPR , NO CAA ফেটি বেধেঁ আমরা আজ শান্তিপূর্ণভাবে, সংযতভাবে, বাংলার ঐক্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ করেছি । আগামী দিনও NRC , NPR, CAA মানছি না মানব না ।"
NRC -র বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল । এরই মধ্যে গতকাল বাজেট অধিবেশনের সময় তৃণমূল বিধায়করা অভিনব কায়দায় প্রতিবাদ জানায় ।