কলকাতা, 13 ডিসেম্বর: সফলভাবেই কাঁধের অস্ত্রপচার শেষ হল কামারহাটির বিধায়ক মদন মিত্রের। অস্ত্রোপ্রচারের পর বর্তমানে তাঁকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। বুধবার সকাল 10টার সময় ট্রমা কেয়ার বিভাগে নিয়ে যাওয়া হয় বিধায়ক মদন মিত্রকে। সেখানে অর্থোপেডিক বিভাগের প্রধান চিকিৎসক মুকুল ভট্টাচার্যের নেতৃত্বে বাম কাঁধে অস্ত্রপ্রচার হয় তাঁর। সকাল 11টার সময় শুরু হয় অস্ত্রোপ্রচার, যা শেষ হয় দেড়টা নাগাদ। বাম কাঁধে তাঁর টাইটেনিয়াম প্লেট বসানো হয়েছে বলে এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর।
গত 4 ডিসেম্বর প্রবল শ্বাসকষ্ট, জ্বর নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। উডবার্ন ওয়ার্ডে চিকিৎসক অতনু পালের নেতৃত্বে ভর্তি হন তিনি। প্রবল কাশি ও শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল তাঁর। ভর্তির দু'দিন পরে মাঝরাতে আচমকাই খিচুনি ওঠায় তাঁকে স্থানান্তরিত করা হয় ক্রিটিকাল কেয়ার ইউনিটে। পরবর্তীতে একাধিক টেস্ট করে দেখা যায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন মদন মিত্র। কিন্তু বারবার শরীরে ভীষণ ঝাঁকুনি শুরু হয় তৃণমূল বিধায়কের। সেই ঝাঁকুনির জেরে বাম কাঁধের হাড় ভেঙে যায় বলে হাসপাতাল সূত্রে খবর।