পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Madan Slams Governor Bose: আস্তে আস্তে সিঁধ কাটবেন ভেবেছিলেন রাজ্যপাল, আনন্দ বোসকে বেনজির আক্রমণ মদনের

শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা হয় (Attack on Nisith Pramanik Convoy) ৷ রবিবার এই নিয়ে কড়া বিবৃতি দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananada Bose) ৷ তার পর থেকেই তৃণমূলের তরফে লাগাতার নিশানা করা হচ্ছে রাজ্যপালকে ৷ সোমবার সেই তালিকায় নয়া সংযোজন মদন মিত্র ৷

Madan Slams Governor Bose
Madan Slams Governor Bose

By

Published : Feb 27, 2023, 8:02 PM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি: রাজ্যপালকে বেনজির আক্রমণ তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্রের (TMC MLA Madan Mitra) । সরাসরি তিনি বললেন, ‘‘রাজ্যপাল অ আ শিখেছেন ৷ তবে তিনি রাজ্যের রাজনীতি শেখেননি ।’’ এখানেই থামেননি কামারহাটির বিধায়ক ৷ বরং এর সঙ্গে বঙ্গ রাজনীতির ‘কালারফুল’ নেতার সংযোজন, ‘‘এরা কেউ আমাদের রাজ্যপাল নয়, ভারতের যুক্তরাষ্ট্রীয় সিস্টেমে রাজ্যপাল নয় । এরা বিজেপির (BJP) রাজ্যপাল । এই রাজ্যপাল ভেবেছিলেন আস্তে আস্তে সিঁধ কাটবেন । তারপর আমার চেহারাটা দেখাব । কিন্তু, এত তাড়াতাড়ি ধরা পরে যাবে বুঝতে পারেনি ।’’

তিনি আরও বলেন, ‘‘ভাবুন আমরা কত ভদ্র, আমরা বর্ণপরিচয় অ আ ক খ ওকে শিখিয়েছি । রাজ্যপাল ভুলে গিয়েছেন উনি শুধু অ আ ক খ শিখেছেন, এখনও সি এ টি ক্যাট বি এ টি ব্যাট শেখেননি । এ রাজ্যের পলিটিক্সে লড়তে গেলে, আগে পশ্চিমবঙ্গকে জানতে হবে । পশ্চিমবঙ্গকে চিনতে হবে ।’’

প্রসঙ্গত, কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Union MoS Home Nisith Pramanik) কনভয়ে হামলা নিয়ে রবিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফ থেকে বিবৃতি দেওয়া হয় ৷ তার পর প্রথমে কুণাল ঘোষ, তারপরে ফিরহাদ হাকিম রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুলেছেন । এবার মুখ খুললেন মদন । কয়েকদিন আগে পর্যন্ত যে রাজ্যপাল নিয়ে রাজ্যের শাসক দলের তরফ থেকে প্রশস্তি করা হচ্ছিল এবার তাঁকেই পালটা জবাব দিচ্ছে রাজ্যের শাসকদল ।

এদিন এই নিয়ে অবশ্য মুখ খুলেছেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP MP Dilip Ghosh) । তিনি বলেন, ‘‘কাল পর্যন্ত এরা খুব খুশি ছিলেন । রাজ্যপাল ওদের সঙ্গে গল্প করেছেন, খাওয়া-দাওয়া করেছেন, পার্টি দিয়েছেন । এ পর্যন্ত ঠিক ছিল । যেই একটা ওদের অন্যায়ের প্রতিবাদ করেছেন, তখনই ওদের আসল রূপটা বেরিয়ে গেল । দাঁত-নখ বের করেছে । উনি তো রাজনীতি করছেন না । উনি সাংবিধানিক পদে রয়েছেন । সাংবিধানিক পথেই রাজ্য সরকারকে সতর্ক করেছেন । তাতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে গেল ।’’

প্রসঙ্গত, নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার পরিপ্রেক্ষিতে রবিবার কড়া প্রতিক্রিয়া দেয় রাজভবন । রাজ্যপাল বলেন, ‘‘রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হলে নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না রাজ্যপাল । রাজ্যে কোনোরকম নৈরাজ্য বরদাস্ত করা হবে না । কোনও সমাজবিরোধীকেই ছাড় দেওয়া হবে না । লৌহকঠিন হাতে কঠোর শাস্তি দেওয়া হবে আইনভঙ্গকারীদের ।’’ প্রসঙ্গত, রাজ্যপালের এই বক্তব্যের পর রাত থেকেই সরব হয়েছিল তৃণমূল । আর সেই আক্রমণের পরম্পরা এখনও চলছে ।

আরও পড়ুন:নিশীথকাণ্ডে বিবৃতির জের, রাজ্যপালকে 'বিজেপি ক্যাডার' বলে কটাক্ষ তৃণমূলের মুখপত্রে

ABOUT THE AUTHOR

...view details