কলকাতা, 27 ফেব্রুয়ারি: রাজ্যপালকে বেনজির আক্রমণ তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্রের (TMC MLA Madan Mitra) । সরাসরি তিনি বললেন, ‘‘রাজ্যপাল অ আ শিখেছেন ৷ তবে তিনি রাজ্যের রাজনীতি শেখেননি ।’’ এখানেই থামেননি কামারহাটির বিধায়ক ৷ বরং এর সঙ্গে বঙ্গ রাজনীতির ‘কালারফুল’ নেতার সংযোজন, ‘‘এরা কেউ আমাদের রাজ্যপাল নয়, ভারতের যুক্তরাষ্ট্রীয় সিস্টেমে রাজ্যপাল নয় । এরা বিজেপির (BJP) রাজ্যপাল । এই রাজ্যপাল ভেবেছিলেন আস্তে আস্তে সিঁধ কাটবেন । তারপর আমার চেহারাটা দেখাব । কিন্তু, এত তাড়াতাড়ি ধরা পরে যাবে বুঝতে পারেনি ।’’
তিনি আরও বলেন, ‘‘ভাবুন আমরা কত ভদ্র, আমরা বর্ণপরিচয় অ আ ক খ ওকে শিখিয়েছি । রাজ্যপাল ভুলে গিয়েছেন উনি শুধু অ আ ক খ শিখেছেন, এখনও সি এ টি ক্যাট বি এ টি ব্যাট শেখেননি । এ রাজ্যের পলিটিক্সে লড়তে গেলে, আগে পশ্চিমবঙ্গকে জানতে হবে । পশ্চিমবঙ্গকে চিনতে হবে ।’’
প্রসঙ্গত, কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Union MoS Home Nisith Pramanik) কনভয়ে হামলা নিয়ে রবিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফ থেকে বিবৃতি দেওয়া হয় ৷ তার পর প্রথমে কুণাল ঘোষ, তারপরে ফিরহাদ হাকিম রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুলেছেন । এবার মুখ খুললেন মদন । কয়েকদিন আগে পর্যন্ত যে রাজ্যপাল নিয়ে রাজ্যের শাসক দলের তরফ থেকে প্রশস্তি করা হচ্ছিল এবার তাঁকেই পালটা জবাব দিচ্ছে রাজ্যের শাসকদল ।