পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের হাসপাতালে মদন, আপাতত স্থিতিশীল প্রাক্তন মন্ত্রী - মুকুন্দপুরের বেসরকারি হাসপাতাল

আবারও হাসপাতালে ভরতি হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। হাসপাতাল সূত্রে খবর প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2024, 10:19 PM IST

Updated : Jan 12, 2024, 10:52 PM IST

কলকাতা, 12 জানুয়ারি:আবারওহাসপাতালে ভরতি হলেন মদন মিত্র। মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কামারহাটির তৃণমূল বিধায়ককে। সূত্রের খবর, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আচ্ছন্ন অবস্থায় ওই হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল রাজ্য মন্ত্রিসভার এই প্রাক্তন সদস্যকে। তারপর চিকিৎসক সৌরিন পাঁজার তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয় তাঁর। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল ।

এর আগে 4 ডিসেম্বর শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন মদন মিত্র । চিকিৎসক অতনু পালের নেতৃত্বে চিকিৎসা হয় তাঁর। একাধিক শারীরিক পরীক্ষার পর জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত বিধায়ক । কিন্তু ধীরে ধীরে তাঁর কিডনির সমস্যাও দেখা যায়। একসময় তাঁর বাঁ কাঁধের একটি অংশ ভেঙে যায়। সেখানে অস্ত্রপচার করা হয়। বেশ কিছুদিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। অবশেষে 22 দিন পর হাসপাতাল থেকে ছুটি মেলে বিধায়কের।

26 ডিসেম্বর হাসপাতাল থেকে ছুটি পান বিধায়ক মদন মিত্র । সাল গায়ে হুইল চেয়ারে বসে হাসপাতাল থেকে বের হন তিনি। তাঁকে বলতে শোনা যায়, "ভালো নেই"। চিকিৎসকরা তাঁর একটি ডায়েট চাট তৈরি করে দিয়েছেন সেই মতোই খাওয়া দাওয়া চলছে বিধায়কের। এরই মধ্যে আবারও অসুস্থ হয়ে পড়লেন মদন।

এতদিন অসুস্থ হলে বিধায়ককে দেখা যেত এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে। বেশ কয়েক বছর আগে এই বেসরকারি হাসপাতালে একবার ভর্তি হয়েছিলেন মদন মিত্র । তারপর থেকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডেই ভর্তি হতেন তিনি। কিছুদিন আগে এই এসএসকেএস হাসপাতালের নামে একাধিক অভিযোগও তুলেছিলেন বিধায়ক। পরে সেই বক্তব্য থেকে সরে আসেন। হাসপাতালে ভর্তির পর বিধায়ক মদন মিত্রই প্রশংসা করেছিলেন হাসপাতালের পরিকাঠাম এবং চিকিৎসকদের ভূমিকার। এবার অবশ্য সরকারি হাসপাতাল ছেড়ে বেসরকারি হাসপাতালেই ভর্তি হলেন বিধায়ক।
আরও পড়ুন:

  1. 'ও লাভলি, চিটিংবাজির সেরা উদাহরণ'; ম্যাচ গড়াপেটা নিয়ে আইএফএকে তোপ মদনের
  2. হাসপাতাল থেকে ছাড়া পেয়েই 'ভালো নেই' বললেন মদন, কড়া নজরদারিতে থাকতে হবে কামারহাটির বিধায়ককে
  3. বাম কাঁধে বসল টাইটেনিয়াম প্লেট, আড়াই ঘণ্টার সফল অস্ত্রোপচার মদন মিত্রের
Last Updated : Jan 12, 2024, 10:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details