কলকাতা, 22 জুলাই: মণিপুর হিংসার দায় নিতে হবে প্রধানমন্ত্রীকেই ৷ এর জন্য তিনি কী পদক্ষেপ করছেন, তা লোকসভায় দাঁড়িয়ে স্পষ্ট করে জানাতে হবে ৷ তা না করলে প্রধানমন্ত্রীর পদ থেকে নরেন্দ্র মোদিকে পদত্যাগ করতে হবে ৷ শনিবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে এভাবেই প্রধানমন্ত্রীর ইস্তফা চাইলেন রাজ্য সরকারের মন্ত্রী শশী পাঁজা ৷
রাজ্য মন্ত্রিসভার এই সদস্য বলেন, "মণিপুরে যে নৃশংস ঘটনা ঘটেছে, তার জন্য দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি কেন এখনও মণিপুরের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা নির্দেশ দিলেন না ? মণিপুর পুলিশের ডিজি এবং প্রশাসনের কাছ থেকে কেন কৈফিয়ত চাইলেন না কেন ?" কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে শশী আরও জানান, মণিপুরে যা হয়েছে, তার সম্পূর্ণ দায় কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিতে হবে। এমতাবস্থায় হয় তিনি মণিপুরের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দিন এবং যাবতীয় ঘটনার দায় নিন ৷ তা না করতে হলে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিন।
আরও পড়ুন: পাঁচলা নিয়ে চাপ আরও বাড়াল বিজেপি, মহিলা কর্মীর উপর নির্যাতনের অভিযোগে সরব শুভেন্দুরা
এর আগে শুক্রবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মণিপুর প্রসঙ্গে বিজেপি এবং মোদি সরকারের তীব্র সমালোচনা করেন ৷ 26টি দলের 'ইন্ডিয়া' জোটের মুখ্যমন্ত্রীদের প্রতিনিধি দলকে নিয়ে মণিপুরে যাওয়া যায় কি না, সে নিয়ে ভাবনাচিন্তাও করছেন মুখ্যমন্ত্রী ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও তাঁর এই বিষয়ে কথা হয়েছে বলে মঞ্চ থেকেই জানান মমতা।
শহিদ সমাবেশের পরদিনই সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা বলেন, "মণিপুর যখন জ্বলছে, তখন কর্ণাটকে ভোটের প্রচারে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এখন মণিপুরে মা-বোনেদের উপর নির্যাতন চলছে, তাদের ধর্ষণ করা হচ্ছে তখন আন্তর্জাতিক স্তরে প্রধানমন্ত্রী নানা কর্মসূচিতে ব্যস্ত ৷" শশী পাঁজা আরও জানান, মে মাসের 4 তারিখের ঘটনার ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড় দেশ ৷ মণিপুরের মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, এরকম আরও একশোটা এফআইআর হয়েছে ৷ তার মানে সেই ভিডিয়োগুলি ইন্টারনেট বন্ধ করে রাখায় ভাইরাল হতে পারেনি ৷
আরও পড়ুন: মণিপুরে 2 মহিলাকে লাঞ্ছনার ঘটনায় ধৃত 4 জনের 11 দিনের পুলিশ হেফাজত
এদিকে, হাওড়ার পাঁচলায় 8 জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন বিজেপি মহিলা প্রার্থীকে নির্যাতন করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ এ নিয়ে শশী পাঁজা বলেন, "রাজ্য পুলিশের ডিজি যা বলার বলে দিয়েছেন ৷ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের মহিলা সদস্যরা রাজ্যে এসে এই বিষয়টা বললেন না কেন ?"