পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Trinamool Congress: পঞ্চায়েত ভোট পরিচালনা কালীঘাটে মমতার নেতৃত্বে তৃণমূলের মেগা বৈঠক - অভিষেক বন্দ্যোপাধ্যায়

আগামী 8 জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ৷ গত শুক্রবার শেষ হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া ৷ তার পর শনিবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হবে তৃণমূল কংগ্রেসের মেগা বৈঠক ৷

Trinamool Congress
Trinamool Congress

By

Published : Jun 17, 2023, 1:03 PM IST

Updated : Jun 17, 2023, 1:45 PM IST

কলকাতা, 17 জুন: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ শনিবার কালীঘাটে বৈঠকে বসছে শাসক দল ৷ দুপুর 2টো নাগাদ ওই বৈঠক শুরু হওয়ার কথা । তৃণমূলের পঞ্চায়েত ভোট পরিচালনা কমিটির নেতারা ওই বৈঠকে যোগ দেবেন । মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন ।

আগেই খবর পাওয়া গিয়েছিল যে নবজোয়ার কর্মসূচি সমাপ্ত হওয়ার পরই নির্বাচনী কৌশল ঠিক করতে বসছে তৃণমূল । কথা ছিল নির্বাচনী কমিটির প্রধান হিসাবে এই বৈঠকের নেতৃত্ব দেবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি । কিন্তু যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন, তাই স্বাভাবিকভাবে তিনিই এই বৈঠকে পঞ্চায়েত ভোটে শাসক দলের জন্য দিকনির্দেশিকা চূড়ান্ত করে দেবেন ৷

সাধারণত অতীতের পঞ্চায়েত নির্বাচনগুলিতে দেখা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রচারে সরাসরি নামেন না মমতা বন্দ্যোপাধ্যায় । দলের শীর্ষ নেতৃত্বই এক্ষেত্রে ভোট প্রচার থেকে সামগ্রিকভাবে নির্বাচন পরিচালনার কাজ করে । কিন্তু এবার অতীতের ট্রেন্ড বদলে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে আলাদা করে মমতা বন্দ্যোপাধ্যায় নামেন কি না, সেটা এই বৈঠকেই স্পষ্ট হয়ে যেতে পারে বলে তৃণমূল সূত্রে খবর ।

তাছাড়া এবার ভোট প্রক্রিয়া পরিচালনার শুরুতেই আদালতের ভর্ৎসনার মুখে পড়েছে রাজ্য নির্বাচন কমিশন ৷ কমিশন শাসক দলের কথায় চলছে বলে বিজেপি থেকে কংগ্রেস, সিপিএম থেকে আইএসএফ, সব বিরোধীরাই অভিযোগ করছে ৷ সেই অভিযোগের জবাব প্রচারে কীভাবে দেওয়া হবে, সেটাও এই বৈঠকেই ঠিক করা হবে বলে শাসক দলের সূত্র থেকে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:আগামীতে মশাল ধরবেন অভিষেকই, পারিবারিক স্মৃতিচারণে 'রাজদণ্ড' হস্তান্তর মমতার

তবে এবারের ভোটে বিরোধীরা শুধু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলছে না, দুর্নীতির অভিযোগে তারা সরব ৷ নিয়োগ দুর্নীতি, কয়লা গরু-সহ একাধিক দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উঠেছে শাসকদলের নেতাদের বিরুদ্ধে । এই অবস্থায় বিরোধী শক্তিগুলি কমবেশি একযোগে তৃণমূলের বিরুদ্ধে যেভাবে লড়াইয়ে নেমেছে, তাতে রাজনৈতিক মহল মনে করছে শাসক দলের লড়াই আদতে সহজ হবে না । আর সেই জায়গা থেকেই এই বৈঠকের গুরুত্ব আরও বেড়ে যাচ্ছে । এই অবস্থায় দেখার তৃণমূলের প্রার্থীদের মনোবল বাড়াতে ঠিক কি বার্তা দেন দলনেত্রী !

Last Updated : Jun 17, 2023, 1:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details