কলকাতা, 17 জুন: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ শনিবার কালীঘাটে বৈঠকে বসছে শাসক দল ৷ দুপুর 2টো নাগাদ ওই বৈঠক শুরু হওয়ার কথা । তৃণমূলের পঞ্চায়েত ভোট পরিচালনা কমিটির নেতারা ওই বৈঠকে যোগ দেবেন । মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন ।
আগেই খবর পাওয়া গিয়েছিল যে নবজোয়ার কর্মসূচি সমাপ্ত হওয়ার পরই নির্বাচনী কৌশল ঠিক করতে বসছে তৃণমূল । কথা ছিল নির্বাচনী কমিটির প্রধান হিসাবে এই বৈঠকের নেতৃত্ব দেবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি । কিন্তু যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন, তাই স্বাভাবিকভাবে তিনিই এই বৈঠকে পঞ্চায়েত ভোটে শাসক দলের জন্য দিকনির্দেশিকা চূড়ান্ত করে দেবেন ৷
সাধারণত অতীতের পঞ্চায়েত নির্বাচনগুলিতে দেখা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রচারে সরাসরি নামেন না মমতা বন্দ্যোপাধ্যায় । দলের শীর্ষ নেতৃত্বই এক্ষেত্রে ভোট প্রচার থেকে সামগ্রিকভাবে নির্বাচন পরিচালনার কাজ করে । কিন্তু এবার অতীতের ট্রেন্ড বদলে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে আলাদা করে মমতা বন্দ্যোপাধ্যায় নামেন কি না, সেটা এই বৈঠকেই স্পষ্ট হয়ে যেতে পারে বলে তৃণমূল সূত্রে খবর ।