কলকাতা, 25 নভেম্বর: পরবর্তী লোকসভা নির্বাচনে বাকি মাত্র আড়াই বছর । তার আগে বাংলার বাইরে ডালপালা মেলতে শুরু করেছে তৃণমূল (TMC's Future in National Politics) । অন্যত্র শামুকের গতিতে এগোলেও, মেঘালয়ে 12 জন কংগ্রেস বিধায়ক (Congress Loses Ground in Meghalaya) ভাঙিয়ে রাতারাতি প্রধান বিরোধী দলের তকমা পেয়ে গিয়েছে তারা (Meghalaya Political) । কিন্তু দলভাঙিয়ে চমক দেওয়া গেলেও, তার উপর ভিত্তি করে জাতীয় রাজনীতিতে ছক্কা হাঁকানোর স্বপ্ন দেখা অবান্তর বলেই মনে করছে বিশেষজ্ঞমহল ।
বাংলার বাইরে তৃণমূলের সাম্প্রতিক গতিবিধি নিয়ে মতামত চাইলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক অমল মুখোপাধ্যায় বলেন, ‘‘এই ভাবে কোনও দলের শক্তিবৃদ্ধি হয় না ৷ সংগঠন বিস্তার করতে হলে যে সময়ের প্রয়োজন, তৃণমূলের হাতে তা নেই ৷ অতীতেও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে এ ভাবেই শক্তিবৃদ্ধি করকে চেয়েছিল তৃণমূল ৷ কিন্তু নির্বাচন মিটতেই তৃণমূলের টিকিটে জেতা লোকজন অন্য দলে পা বাড়ান ৷’’
আরও পড়ুন:TMC Jibe at Congress: কংগ্রেসের ব্যর্থতায় বিকল্প তৃণমূল, ‘জাগোবাংলা’য় সমালোচনার জবাব শাসকদলের
দলবদলের এই রাজনীতির দায় যদিও নিতে রাজি নয় তৃণমূল ৷ কংগ্রেসের ব্যর্থতার জন্যই একে একে সকলে তাদের শিবিরে এসে ভিড়ছে বলে দায় ঝেড়ে ফেলেছে তারা ৷ কিন্তু অমলবাবুর কথায়, ‘‘আর যাই হোক না কেন, দলবদলুদের নিয়ে মজবুত সংগঠন গড়ে তোলা যায় না ৷’’
এ ব্যাপারে, এক মত কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার রাজাগোপাল ধর চক্রবর্তীও ৷ তাঁর বক্তব্য, ‘‘অন্য দল ভাঙিয়ে শক্তিবৃদ্ধির এই প্রবণতা গত দুই দশকে বেশি করে চোখে পড়ছে ৷ বহু ক্ষেত্রে নির্বাচনী ফলাফলই উল্টে দিয়েছে এই দলবদলের রাজনীতি ৷ টাকা ফেলে বিধায়ক কেনাবেচা এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে ৷ আলাদা করে কোনও দলের নাম নিতে চাই না, তবে তৃণমূল স্তর থেকে সংগঠনের বিস্তার ঘটাতে যে পরিশ্রম এবং অধ্যাবসায় প্রয়োজন, তা না করলে সাংগঠনিক সাফল্য আসে না ৷’’
আরও পড়ুন:Kunal Ghosh on KMC Election : রাজ্যপাল নিকৃষ্ট শ্রেণির বিজেপি ক্যাডার, ধনকড়কে আক্রমণ কুণালের
বিগদ কয়েক বছরে যদিও রাজনীতির এই সব ব্যাকরণকে ভুল প্রমাণ করেই একাধিক রাজ্যে সরকার গঠিত হয়েছে এবং তা টিকেও রয়েছে ৷ কিন্তু রাজাগোপালবাবুর কথায়, ‘‘এই ধরনের সংস্কৃতি শুরু হয়েছে বটে ৷ কিন্তু দীর্ঘমেয়াদী সমর্থন ধরে রাখার ক্ষেত্রে, এই পন্থা কার্যকর নয় বলেই মনে হয় আমার ৷ তাই তৃণমূল কতটা সফল হয়, সময়ই কথা বলবে ৷’’
এ বছর বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসার পরই বাংলার বাইরে দলের শাখাবিস্তারে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chief Mamata Banerjee) ৷ ত্রিপুরা, গোয়া, মেঘালয়ের পাশাপাশি, উত্তরপ্রদেশ, হরিয়ানাও নজরে রয়েছে তৃণমূল নেত্রীর ৷ 2024-এর লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে ক্ষমতার এই প্রসার জাতীয় ক্ষেত্রে দলকে প্রাসঙ্গিক করে তুলছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ কিন্তু এক সময় ভিন্ রাজ্য থেকে আসা বিজেপি নেতৃত্বকে ‘বহিরাগত’ বলে আক্রমণ করা তৃণমূল, শক্তিবৃদ্ধি করতে গিয়ে নিজের অবস্থান থেকেই সরে আসছে বলে মত সমালোচকদের ৷