কলকাতা, 2 অক্টোবর: "প্রতিরোধ যত আসবে সংকল্প তত দৃঢ় হবে । তবুও মাথা নোয়াবে না তৃণমূল । সাধারণ মানুষের দাবি আদায়ের জন্যই আন্দোলন। সেই আন্দোলনকে হালকাভাবে দেখলে ভুল করবে বিজেপি ।" রবিবার এই কথাগুলিই বলেছিলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তাঁর স্পষ্ট বক্তব্য কোনওভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধমকে চমকে তৃণমূলকে রোখার চেষ্টা হলে যে আন্দোলন বন্ধ হয়ে যাবে সেই ভাবনাও ভুল। তাঁর মন্তব্য, 'আগে আগে দেখো হোতা হ্যায় ক্যায়া !' তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সংসদ ভবন অভিযানের কর্মসূচি নিয়ে ভাবনা-চিন্তার এই বিষয়টি ইতিমধ্য়েই প্রকাশ্যে এসেছে ।
তৃণমূল সূত্র থেকে যতদূর জানা যাচ্ছে তা হল, 3 অক্টোবরেই তৃণমূল কংগ্রেসের কর্মসূচির সমাপ্তি ঘটবে এমন ভাবলে ভুল হবে । বরং তা বর্ধিত হতে পারে কালীপুজো পর্যন্ত। আসলে দিল্লির বুকে বাংলার শাসকদল নিজেদের দাবি আদায়ে ছাপ ফেলতে বদ্ধপরিকর। সেই জায়গা থেকেই এই কর্মসূচি আরও বর্ধিত হওয়ার সম্ভাবনা। তবে ধাপে ধাপে কীভাবে কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া হবে। পরিবর্তিত পরিস্থিতির ভিত্তিতেই নতুন সিদ্ধান্ত নেওয়া হবে ।