কলকাতা, 4 সেপ্টেম্বর: রাজ্য-রাজ্যপাল সংঘাত কারও অজানা নয় ৷ যত দিন যাচ্ছে তা ক্রমে বাড়ছে ৷ এই অবস্থায় এ বার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । সাম্প্রতিক সময়ে রাজ্যপালের ভূমিকা যথাযথ নয় বলে মনে করছে ঘাসফুল শিবির । আর সেই কারণেই রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যের শাসক দল এমন উদ্যোগ নিতে চলেছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে ।
এই মুহূর্তে রাজ্যপাল এবং রাজ্য সরকারের সংঘাত চরমে । সরকারকে এড়িয়ে ইচ্ছেমতো পদক্ষেপ করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । কখনও দেখা যাচ্ছে শিক্ষা দফতরকে উপেক্ষা করেই ইচ্ছামতো উপাচার্য নিয়োগ করছেন তিনি । আবার কখনও বিধানসভায় পাশ হওয়া বিল ইচ্ছামতো দিনের পর দিন ফেলে রাখছেন । সই করছেন না । এই অবস্থায় যতদূর জানা যাচ্ছে, চলতি অধিবেশনের শেষের দিকে অথবা পরবর্তী অধিবেশনে রাজ্যপালকে নিয়েই একটি প্রস্তাব আনতে পারে রাজ্যের শাসক দল । এই প্রস্তাবে রাজ্যপালের ভূমিকার নিন্দা করা হতে পারে বলে খবর ।
প্রসঙ্গত, এই প্রস্তাবের বিষয়টি এখনও ভাবনা-চিন্তা স্তরেই রয়েছে । সোমবার বিধানসভায় এই নিয়েই একটি ইঙ্গিত দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । কিন্তু এই মুহূর্তে সবটাই নির্ভর করবে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের উপর । তাঁর অনুমোদন পেলেই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা হতে পারে ।