পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Resolution Against Guv: রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনতে পারে শাসক দল

Resolution Against Governor in Assembly: রাজ্য সরকার ও রাজভবনের সংঘাত ক্রমে বৃদ্ধি পাচ্ছে ৷ এ বার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শাসক দল বিধানসভায় প্রস্তাব আনতে পারে বলে জানা গেল ৷

Resolution Against Guv
রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনতে পারে শাসক দল

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 4:36 PM IST

Updated : Sep 4, 2023, 4:41 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর: রাজ্য-রাজ্যপাল সংঘাত কারও অজানা নয় ৷ যত দিন যাচ্ছে তা ক্রমে বাড়ছে ৷ এই অবস্থায় এ বার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । সাম্প্রতিক সময়ে রাজ্যপালের ভূমিকা যথাযথ নয় বলে মনে করছে ঘাসফুল শিবির । আর সেই কারণেই রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যের শাসক দল এমন উদ্যোগ নিতে চলেছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে ।

এই মুহূর্তে রাজ্যপাল এবং রাজ্য সরকারের সংঘাত চরমে । সরকারকে এড়িয়ে ইচ্ছেমতো পদক্ষেপ করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । কখনও দেখা যাচ্ছে শিক্ষা দফতরকে উপেক্ষা করেই ইচ্ছামতো উপাচার্য নিয়োগ করছেন তিনি । আবার কখনও বিধানসভায় পাশ হওয়া বিল ইচ্ছামতো দিনের পর দিন ফেলে রাখছেন । সই করছেন না । এই অবস্থায় যতদূর জানা যাচ্ছে, চলতি অধিবেশনের শেষের দিকে অথবা পরবর্তী অধিবেশনে রাজ্যপালকে নিয়েই একটি প্রস্তাব আনতে পারে রাজ্যের শাসক দল । এই প্রস্তাবে রাজ্যপালের ভূমিকার নিন্দা করা হতে পারে বলে খবর ।

প্রসঙ্গত, এই প্রস্তাবের বিষয়টি এখনও ভাবনা-চিন্তা স্তরেই রয়েছে । সোমবার বিধানসভায় এই নিয়েই একটি ইঙ্গিত দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । কিন্তু এই মুহূর্তে সবটাই নির্ভর করবে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের উপর । তাঁর অনুমোদন পেলেই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা হতে পারে ।

আরও পড়ুন:রাজা কৃষ্ণচন্দ্রের সভার শ্রেষ্ঠ বিদূষক, শিক্ষাব্যবস্থাকে দেউলিয়া করছেন রাজ্যপাল: ব্রাত্য

অতীতেও দেখা গিয়েছিল প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে রাজ্য বিধানসভায় প্রস্তাব নিয়ে এসেছিল শাসক পক্ষ । সেই পথে হেঁটে এ বার সিভি আনন্দ বোসের বিরুদ্ধে প্রস্তাব আনা হয় কি না সেটাই বড় প্রশ্ন । যতদূর জানা যাচ্ছে, চলতি বাদল অধিবেশনের শুরুতেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে প্রস্তাব আনার প্রস্তুতি নিয়েছিল শাসক দল । কিন্তু সে ক্ষেত্রে শীর্ষ নেতৃত্বের অনুমোদন না পাওয়ায় তখন তা আনা যায়নি । যেহেতু এই মুহূর্তে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে সরকার এবং রাজভবনের সংঘাত চরমে উঠেছে, এই অবস্থায় প্রস্তাব এনে রাজ্যপালের ভূমিকার কড়া সমালোচনা করা হতে পারে বলেই খবর ।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে রাজ্যপালের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সে সময় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনা গিয়েছিল রাজভবনকে মিউজিয়াম তৈরি করে দেওয়ার কথাও । এই অবস্থায় সাত তারিখ বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন । সে দিন কি তিনি রাজ্যের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে প্রস্তাব আনার অনুমোদন দেবেন ? সময় দেবে এর উত্তর ।

Last Updated : Sep 4, 2023, 4:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details