কলকাতা, 15 সেপ্টেম্বর : অতীতে যা হয়নি তাই এবার করতে চাইছে তৃণমূল কংগ্রেস । নির্বাচন হোক বা উপনির্বাচন ৷ অভিজাত ফ্ল্যাটের বাসিন্দাদের একটা বড় অংশকে ভোটের লাইনে দাঁড় করানো যায়নি । আর সে কারণেই ভবানীপুরের সমস্ত ভোটে সব সময় সমস্যা কম পোলিং পার্সেন্টেজ ৷ এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস চাইছে সেই সংস্কৃতিতে বদল আনতে । আর তাই ফ্ল্যাট তথা বহুতলকে মাথায় রেখেই ভোট কৌশল ঠিক করছে তৃণমূল । যাতে এতদিনের কম পোলিং পার্সেন্টেজের বদনাম ঘোচানো যায় । শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস জানে যদি ভবানীপুর এলাকার সমস্ত বহুতলের বাসিন্দাদের ভোট কেন্দ্রমুখী করা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড মার্জিনে জয় সম্ভব । আর সে কারণেই তৃণমূল কংগ্রেসের মহিলা ব্রিগেডকে এই কাজের বিশেষ দায়িত্ব দিয়ে ময়দানে নামাচ্ছে তৃণমূল ।
এবার নির্বাচনে অবাঙালি ভোটব্যাঙ্ককে নিয়ে আলাদা করে ভাবনা চিন্তা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । তিনি নিজেই অবাঙালি ভোটারদের নিয়ে বৃহস্পতিবার সভা করবেন বলে খবর । একইভাবে তিনি চাইছেন, দলের মহিলা কর্মীরা বহুতলগুলিতে গিয়ে বহুতলের বাসিন্দাদের ভোটকেন্দ্রমুখী করতে আগ্রহী করে তুলুন । এক্ষেত্রে নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন একথা বলতে চাইছে না দল । বরং তাঁরা বলবেন, আপনারা নিজের ভোটাধিকার প্রয়োগ করুন ।
তৃণমূলের কৌশল অনুযায়ী, দলের মহিলা ব্রিগেডকে এই বহুতলগুলিতে পাঠাবে তারা ৷ একএকটি দলে থাকবেন পাঁচজন করে মহিলা কর্মী ৷ বহুতলগুলির বাসিন্দারা সরকারি সব প্রকল্পের সুবিধা পেয়েছেন কি না, তা জানার চেষ্টা করবেন ওই মহিলারা ৷ বাসিন্দাদের অভাব অভিযোগও শুনবেন তাঁরা ৷ তৃণমূল সূত্রে খবর, শুধু বিধানসভা নির্বাচন নয়, আগামী দিনে পুরভোটেও এই তথ্যগুলি ব্যবহার করতে পারবে শাসকদল ৷
আরও পড়ুন,Bhabanipur By-Election : চাই রেকর্ড ব্যবধান, ভবানীপুরে অবাঙালি ভোটব্যাঙ্কে বাড়তি নজর তৃণমূলের