কলকাতা, 8 মে : কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত কোভিড ভ্যাকসিনেশনের জন্য 4 হাজার 744 কোটি টাকা খরচ করেছে । যা চলতি আর্থিক বছরে মোট ভ্যাকসিনেশনের জন্য যত টাকা বরাদ্দ করা হয়েছিল, সেই বাজেটের মাত্র 14 শতাংশ । এর ফলে বিশ্বের বৃহত্তম টিকা দান কর্মসূচি মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয়েছে । অত্যন্ত ধীরে ধীরে টিকা দেওয়ার প্রক্রিয়াটি চলছে । ইটিভি ভারতে এই সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হয় ৷ সেই প্রতিবেদন তুলে ধরে টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও ৷ লিখেছেন, ভ্যাকসিনের জন্য বাজেট সঠিকভাবে ব্যবহার হয়নি ৷ মানুষের জীবনকে মূল্য দেওয়া হয়নি ৷ কারণ, প্রধানমন্ত্রীর ইগো বড় হয়ে গিয়েছিল ৷
কেন্দ্রের ভ্যাকসিন নীতি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজও বিধানসভায় তিনি বলেছেন, ‘‘কেন্দ্রীয় সরকারের ভ্যাকসিন নিয়ে নির্দিষ্ট কোনও নীতিই নেই । আমরা বারবার দাবি করেছি সকলের জন্য বিনামূল্যে ভ্যাকসিন । প্রয়োজনে রাজ্য নিজ খরচেও টাকা দিতে প্রস্তুত । অথচ নিরুত্তর কেন্দ্র । আর এই অবস্থায় গোটা দেশে ভ্যাকসিন নিয়ে সঙ্কট বাড়ছে ।’’ এদিন অক্সিজেন বণ্টন নীতি নিয়েও সরব হয়েছেন মমতা । এ প্রসঙ্গে মমতার বক্তব্য, অক্সিজেন ও ভ্যাকসিন নিয়ে কেন্দ্র বিমাতৃসুলভ আচারণ করছে ।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের সঙ্গে সঙ্গতি রেখেই সরব হয়েছেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ । তিনি বলেন, ‘‘তৃণমূলের তরফ থেকে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন সকলের বিনামূল্যে টিকাকরণ । কেন তা করছে না কেন্দ্র ? সম্প্রতি কেন্দ্রের তথ্য প্রকাশ্যে এসেছে, কেন্দ্রীয় সরকার বাজেট বরাদ্দের মাত্র 14 শতাংশ ভ্যাকসিন কিনতে খরচ করেছে । যখন দিনের-পর-দিন মানুষ মরছেন, তখন কেন্দ্রের এই নীতি কীভাবে মেনে নেওয়া যায় ৷’’ তিনি এও বলেন, ‘‘সকলের সঙ্গে আলোচনা করে কেন্দ্রের একটি নির্দিষ্ট ভ্যাকসিন নীতি গ্রহণ করা উচিত । এভাবে দেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কখনোই সমর্থন যোগ্য হতে পারে না ।’’
এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও আজ দাবি তুলেছেন কোভিডের সময় বিলাসবহুল সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে 20 হাজার কোটি টাকা খরচের কি প্রয়োজন । কেন্দ্রীয় সরকার যে বিপুল অর্থ বাজেটে টিকা করনের জন্য ধার্য করেছিল সেই অর্থ কোথায় গেল? কেন দেশবাসীকে বিনামূল্যে টিকা দেওয়া যাচ্ছে না ! একইসঙ্গে তিনি পশ্চিমবঙ্গের অক্সিজেন ও ভ্যাকসিনের সঙ্কট নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন । চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে রাজ্যের মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছেন ।