কলকাতা, 9 ডিসেম্বর:তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী (TMC leadership angry with Mimi Chakraborty) ও নুসরত জাহানের (Nusrat Jahan news) উপর দলীয় নেতৃত্বের ক্ষোভের কথাটা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ৷ সেই ক্ষোভ এতটাই যে, তাঁদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের কথাও ভাবা হচ্ছে বলে খবর ৷ জানা গিয়েছে, মিমি ও নুসরতের উপর দল এতটাই ক্ষুদ্ধ যে, তাঁরা নিজেদের শুধরে না নিলে তাঁদের বরখাস্তও করা হতে পারে ৷
যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty news) এবং বসিরহাটের সাংসদ নুসরত জাহানকে (TMC leadership angry with Nusrat Jahan) নিয়ে আরও কড়া তৃণমূল কংগ্রেস । যে দায়িত্বের জন্য তাঁদের সাংসদ হিসেবে নির্বাচিত করা হয়েছে, তা সঠিক ভাবে পালন না করায় ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব ৷ এই অবস্থায় যে কোনও মুহূর্তে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে । আর সেটা যদি সাসপেনশন (TMC may suspend Mimi Nusrat) হয় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না । তৃণমূল সূত্রের খবর, এই মুহূর্তে এই দুই তারকা সাংসদের কাজকর্ম নিয়ে খুশি নয় তৃণমূল । তবে তাঁদের শুধরানোর জন্য সময় দিচ্ছে দল । যদি তাঁরা সংসদের কাজকর্মে নিয়মিত অংশগ্রহণ না করেন, দলের কর্মসূচিতে তাঁরা যদি যুক্ত না হন, সে ক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন:Mimi Nusrat Absent in TMC Protest : দিল্লিতে সাংসদদের ধর্নায় অনুপস্থিত মিমি-নুসরত, ক্ষুব্ধ তৃণমূল