কলকাতা, 11 ডিসেম্বর: সামনেই পঞ্চায়েত নির্বাচন, তারপর 2024 লোকসভা ভোট ৷ এই দুই নির্বাচনের আগে দলের নেতাদের উদ্দেশে কড়া বার্তা দিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷ লক্ষ্য দুর্নীতির সঙ্গে নেতা-কর্মীদের নাম যাতে না জড়ায় এবং সরকারি প্রকল্পে দলের প্রভাব খাটানোর অভিযোগ যাতে না ওঠে, তা নিয়ে সতর্ক করা ৷ তৃণমূল সূত্রে খবর, দল চায় সরকারি প্রকল্প চলুক তার মত করে । তাতে হস্তক্ষেপ করবেন না কোনও ছোট-বড়-মেজো নেতা । আর তাই সরকারি প্রকল্পে দলের প্রভাব খাটানোর চেষ্টা হলে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হবে (TMC leadership gives message to party leaders) ।
প্রসঙ্গত, 100 দিনের কাজ থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা, বারবার বিভিন্ন সরকারি প্রকল্পে রাজনৈতিক দলের হস্তক্ষেপের অভিযোগ উঠেছে । বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতিতে শাসকদলের নাম জড়িয়েছে এবং এই নিয়ে তৃণমূলকে বিরোধী দলগুলির আক্রমণের মুখে পড়তে হয়েছে বারবার । এবার তাই শুদ্ধিকরণের পথে হাঁটছে রাজ্যের শাসক দল । ভুল থেকে শিক্ষা নিয়ে সরকারি কাজে দলের হস্তক্ষেপ এড়িয়ে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (no interference in govt projects message from TMC) ।