কলকাতা, 30 অগস্ট: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লাকাণ্ডে (Coal Smuggling Case) এবার হাজিরার জন্য তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (Enforcement Directorate) । আগামী 2 সেপ্টেম্বর, সকাল 11টায় তাঁকে কলকাতার ইডি অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর সূত্রের (ED Summons Abhishek Banerjee) ।
জানা গিয়েছে, দিল্লির ইডি আধিকারিকরা সিজিও কমপ্লেক্সে (CGO Complex) এসে জিজ্ঞাসাবাদ করবেন অভিষেককে । আর এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রকে একহাত নিতে ছাড়েনি শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC leaders on ED Summon) । এই ঘটনায় সরাসরি কেন্দ্রের শাসক দলকে আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "অভিষেক তো প্রতিহিংসার রাজনীতির টার্গেট । এ তো বিধানসভা ভোটের আগে বিজেপির রাজনৈতিক নেতাদের বক্তৃতা থেকেই প্রমাণিত । তাঁরা অভিষেককে ভয় পায় ।"