পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেন্দ্রীয় সরকার ও রাজ্যপালকে একযোগে আক্রমণ তৃণমূলের - tmc leaders attack jagdeep dhankhar

রাজ্যে কেন্দ্রীয় দল পরিদর্শন, বর্তমান কোরোনা পরিস্থিতি থেকে শুরু করে কেন্দ্রের অসহযোগিতা সহ একাধিক ইশুতে রাজ্যপাল জগদীপ ধনকড় ও কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ তৃণমূল নেতাদের ।

ছবি
ছবি

By

Published : May 4, 2020, 11:07 PM IST

কলকাতা, 4 মে : কেন্দ্রীয় সরকার এবং রাজ্যপালকে একযোগে আক্রমণ তৃণমূল কংগ্রেস নেতাদের । বাংলার কোরোনা পরিস্থিতি, রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানো থেকে শুরু করে রাজ্যপালের মুখ্যমন্ত্রীকে আক্রমণ, আজ নানা ইশুতে একে একে সরব হন তৃণমূল কংগ্রেসের তিন নেতা ডেরেক ও ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, দীনেশ ত্রিবেদী ও পার্থ চট্টোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য ডেরেক ও ব্রায়েন বলেন, "রাজ্যগুলির সাহায্যের জন্য গোটা দেশের 20টি জায়গায় কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হচ্ছে। কিন্তু BJP বাংলাকে চিনের ইউহান বলে মন্তব্য করেছে। যার বাস্তবের সঙ্গে কোনও মিল নেই।" উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাকে ছোটো করার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেন ডেরেক ও ব্রায়েন। তাঁর বক্তব্য, "বাংলায় আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবুও কলকাতা তথা বাংলাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার প্রমাণ করতে চাইছে কোরোনা লড়াইয়ে বাংলা পিছিয়ে রয়েছে। সামগ্রিকভাবে এগিয়ে রয়েছে বাংলা।"

তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "কোরোনা মোকাবিলা নিয়ে দেশ ঐক্যবদ্ধ। রাজ্যপাল কী বললেন, কী আবোল তাবোল লিখলে, সেটা আমাদের ধর্তব্যের বিষয় নয়। লকডাউন কবে উঠল, সেটা বিষয় নয়। কোরোনা সংক্রমণ আটকানোই বর্তমানে মূল লক্ষ্য হওয়া উচিত। রাজ্যপালের প্রসঙ্গে কম কথা বলা বাঞ্ছনীয়। রাজ্যপাল চ্যালেঞ্জ ছুড়ছেন। এরকম রাজ্যপাল আগে কখনও দেখিনি। কেন্দ্রের কাছে আর্থিক সাহায্য চেয়েছিল রাজ্য। কিন্তু আর্থিক সাহায্য দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকার নীরব রয়েছে।"

দীনেশ ত্রিবেদী বলেন, "কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য প্যাকেজ ঘোষণা করুক। বর্তমান পরিস্থিতিতে রাজ্যকে সাহায্য করা প্রয়োজন।" অন্যদিকে, রাজ্যপাল প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, "উনি BJP-র মুখপাত্র হয়ে কাজ করতে চাইছেন। আর কী বলব ? উনি যা করছেন এটা রাজ্যপালের কাজ নাকি ? সরকারকে বিব্রত করার কাজ চালিয়ে যাচ্ছেন রাজ্যপাল।"

ABOUT THE AUTHOR

...view details