কলকাতা, 4 মে : কেন্দ্রীয় সরকার এবং রাজ্যপালকে একযোগে আক্রমণ তৃণমূল কংগ্রেস নেতাদের । বাংলার কোরোনা পরিস্থিতি, রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানো থেকে শুরু করে রাজ্যপালের মুখ্যমন্ত্রীকে আক্রমণ, আজ নানা ইশুতে একে একে সরব হন তৃণমূল কংগ্রেসের তিন নেতা ডেরেক ও ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, দীনেশ ত্রিবেদী ও পার্থ চট্টোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য ডেরেক ও ব্রায়েন বলেন, "রাজ্যগুলির সাহায্যের জন্য গোটা দেশের 20টি জায়গায় কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হচ্ছে। কিন্তু BJP বাংলাকে চিনের ইউহান বলে মন্তব্য করেছে। যার বাস্তবের সঙ্গে কোনও মিল নেই।" উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাকে ছোটো করার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেন ডেরেক ও ব্রায়েন। তাঁর বক্তব্য, "বাংলায় আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবুও কলকাতা তথা বাংলাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার প্রমাণ করতে চাইছে কোরোনা লড়াইয়ে বাংলা পিছিয়ে রয়েছে। সামগ্রিকভাবে এগিয়ে রয়েছে বাংলা।"