কলকাতা, 11 ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ( Cm Mamata Banerjee) আগেই ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূলের 'এক ব্যক্তি এক পদ' নীতির (One Man and One Post In TMC) । সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃণমূলের সর্বভারতীয় সাধরণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায় 'এক ব্যক্তি এক পদ নীতি'র পক্ষে সওয়াল করেছিলেন । অভিষেকের এই বক্তব্যের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন যুব তৃণমূল নেতা সুদীপ রাহা । এই নীতির সমর্থনে যুক্তি দেন তিনি ।
রাজ্যে পৌরনির্বাচনের ঘণ্টা বেজে গিয়েছে । নির্বাচনী নির্ঘণ্টের মধ্যে শাসকদলের শীর্ষ নেতৃত্বের অন্দরের সংঘাত প্রাকাশ্যে এসেছে । যদিও এই সংঘাত নিয়ে প্রকাশ্যে কেউই মুখ খোলেননি । তবে সুদীপ রাহা ও দেবাংশু ভট্টাচার্যের মতো তৃণমূলের প্রথমসারির নেতারা দলের স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে সওয়াল করেছেন । ইতিমধ্যেই, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, তিনি দলের সাধারণ সম্পাদক থাকাকালীন একটু সময় লাগলেও এক ব্যক্তি এক পদ নীতি কার্যকর করবেন ।