কলকাতা, 16 জানুয়ারি: 24 ঘণ্টা কাটার আগেই হাইকোর্টে আবেদন প্রত্যাহার শেখ শাহজাহানের । সন্দেশখালির ঘটনা সংক্রান্ত মামলায় শেখ শাহজাহানের পক্ষ থেকে মামলায় যুক্ত হওয়ার আবেদন জানানো হয়েছিল আদালতে । সোমবার বিচারপতির প্রশ্নের মুখে পড়েন শেখ শাহজাহানের আইনজীবী । তার পর আজ মঙ্গলবার আবেদন প্রত্যাহার করে নিলেন শাহজাহান । অন্যদিকে এ দিন আদালতে সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে কেস ডায়েরি জমা দেওয়া হয় ৷ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত মোট গ্রেফতার হয়েছে সাতজনকে ।
এ দিন মামলার শুনানি শেষ হয়েছে । বিচারপতি জয় সেনগুপ্ত মামলার রায়দান আগামী শুক্রবার করবেন বলে প্রথমে জানান ৷ কিন্তু ইডির আইনজীবী আপত্তি জানিয়ে বলেন, রাজ্য পুলিশের উপর তাঁদের কোনও ভরসা নেই । সময় দিলে তথ্য প্রমাণ লোপাট করতে পারে পুলিশ । অথবা বিকৃত করতে পারে । তাই আগামিকালই (বুধবার) এই মামলার রায় ঘোষণা করুক আদালত । তারপরই বিচারপতি সেনগুপ্ত নিজের সিদ্ধান্তে বদল আনেন । এবং জানান আগামিকালই তিনি এই মামলার রায় ঘোষণা করবেন ।
এ দিন মামলার শুনানির শুরুতেই বিচারপতি সেনগুপ্ত জানতে চান, "এতদিন হয়ে গেল পুলিশ মূল মাস্টারমাইন্ড শেখ শাহাজাহানকে কেন গ্রেফতার করতে পারল না ? সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে ?" রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, "ঠিক কী হয়েছিল সঠিক কোনও ভিডিয়ো ফুটেজ নেই ।" বিচারপতি বলেন, "হঠাৎ কিছু ঘটে গেলে তার ভিডিয়ো ফুটেজ পাওয়াটা কঠিন, সেটা মানছি । কিন্তু তা বলে পুলিশ কী চুপ করে বসে থাকবে ? পুলিশকে বলুন ফুটেজ জোগাড় করতে । মূল অভিযুক্ত এখন গ্রেফতার হয়নি, পুলিশ কী করছে ?"
গত 5 জানুয়ারি সকাল 11টা 30 মিনিটে ঘটনাটি ঘটেছে বলে দাবি রাজ্যের । রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের (এজি) উদ্দেশ্যে বিচারপতি বলেন, ‘‘গতকাল (সোমবার) আপনি অন্য একটা সময় বলেছিলেন ।’’ এজি জানান, গতকাল কেস ডায়েরি না দেখে বলেছিলেন । আর পুলিশ গিয়ে দেখে শেখ শাহজাহানের বাড়িতে তালা ঝোলানো রয়েছে ।
রাজ্যের বক্তব্য শুনে বিচারপতি বলেন, "পুলিশ গেল শেখ শাহজাহানের বাড়িতে । বাইরে তালা ঝোলানো দেখে বাড়ি চলে এল ? পুলিশ প্রয়োজন মনে করল না বাড়ির ভিতরে কেউ আছেন কি না, তা জানার ? যদি কেউ না থেকে থাকে, তাহলে পুলিশ কেন সিল করল না ?" শেখ শাহজাহানের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, "শেখ শাহজাহান কতখানি প্রভাবশালী, তা ইডি আধিকারিকদের ওপর আক্রমণের ঘটনায় স্পষ্ট ৷ তিনি এতটাই প্রভাবশালী যে রাজ্যের পুলিশ তাঁর নাগাল পাচ্ছে না ।"