কলকাতা, 8 মার্চ: সিবিআই'য়ের হাত বদল হয়ে নয়াদিল্লিতে আপাতত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে অনুব্রত মণ্ডল ৷ যে বীরভূমে একসময় কান পাতলেই চড়াম-চড়াম ঢাক কিংবা গুড়-বাতাসার নিদান শোনা যেত, কেষ্টর অনুপস্থিতিতে সেই লাল মাটির দেশে তৈরি হয়েছে এক বিরাট শূন্যতা ৷ সামনেই পঞ্চায়েত ভোট, তার আগে লালমাটির দেশে একদা দোর্দণ্ডপ্রতাপ অনুব্রতর জায়গা নেবেন কে ? শাসকদল যখন চিন্তায় মশগুল, তখন কান্ডারি হতে এগিয়ে এলেন মদন মিত্র ৷ কেষ্টর জুতোয় পা-গলিয়ে তাঁর গড় বীরভূমকে পঞ্চায়েত নির্বাচনে উতরে দেওয়ার আশ্বাস দিলেন কামারহাটির বিধায়ক (TMC leader Madan Mitra says ready to step into Anubrata Mondal's shoes) ৷
সংবাদমাধ্যমকে মদন মিত্র বললেন, "ওরা কেবল অনুব্রত মণ্ডলকে নিয়ে গিয়েছে ৷ কিন্তু তৃণমূলে ওরকম শ'য়ে শ'য়ে অনুব্রত মণ্ডল রয়েছে ৷ দল যদি আমায় ক্ষমতা দেয়, তাহলে আমি ওর (অনুব্রত) দায়িত্ব পালনে প্রস্তুত এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলকে জয় এনে দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ৷"
এখানেই শেষ নয়, তৃণমূল কংগ্রেসকে মোঘল সাম্রাজ্যের সঙ্গে তুলনা করে কামারহাটির বিধায়ক বলেন, "তৃণমূল অনেকটা মোঘল সাম্রাজ্যের মতো ৷ সামান্য একটা ঝড়ে নুইয়ে পড়বে না ৷" দল তরফে যদিও মদন মিত্রের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোনও রা কাটেনি, তবে বিরোধী শিবির রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মন্তব্য নিয়ে পরিহাস করার সুযোগ হাতছাড়া করেনি ৷