কলকাতা, 16 জুলাই: মদন মিত্র মানেই চমক । বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন প্রাক্তন ক্রীড়া ও পরিবহন মন্ত্রী । এবার শিরোনামে রামের শরণে গিয়ে । খোদ নিজের বাড়িতেই রাম-সীতার পুজোর আয়োজন করছেন মদন মিত্র । হবে 'রামনামও'। আগামী 28 জুলাই ভবানীপুরের বাড়িতে ভক্তদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মদন মিত্র ।
বাড়িতে রাম-সীতার পুজো করছেন মদন - TMC
রামের পুজো করা যাবে না একথা তৃণমূলের সংবিধানে দেখিনি । তৃণমূল তো আমাকে কখনও বলেনি রামের পুজো করা যাবে না : মদন
হঠাৎ রামে কেন মদন মিত্রর মন মজল তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা । যদিও BJP যোগের কথা উড়িয়ে দিয়ে রামপুজো প্রসঙ্গে মদন মিত্র বলেন, 'রামের পুজো করা যাবে না একথা তৃণমূলের সংবিধানে দেখিনি । তৃণমূল তো আমাকে কখনও বলেনি রামের পুজো করা যাবে না । মমতা বন্দ্যোপাধ্যায় চণ্ডীপাঠ না শুনে বাড়ি থেকে বেরোন না । আর রাম শুধু BJP-র একার নয়, রামপুজো করার অধিকার সবার রয়েছে । রাম-সীতা-লক্ষ্মণ, দুর্গা সকলের পুজো করি আমরা । "
মদন মিত্র আরও বলেন, "আমরা রামের পুজো করব । সীতার পুজো করব । লক্ষ্মণের পুজো করব । হনুমানজির পুজো করব । দুর্গাপুজো করব। আবার নমাজের সময় মুসলমানদের পাশে দাঁড়াব । ধর্ম যার যার উৎসব সবার । আমরা একটা রাম কথা শুরু করতে চাইছি । আমার বাড়িতে রাম পুজো হয়। আমি জয় জগন্নাথ বলতে পারি আর রাম - সীতা বলতে পারি না ? কে বলল রাম BJP ? রাম আমার । রামও আমার রহিমও আমার ।'