কলকাতা, 20 মে: এসএসকেএম কাণ্ডে অনড় মদন মিত্র ৷ বরং তিনি আরও সুর চড়িয়েছেন শনিবার বিকেলে ৷ দলকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘‘তাড়িয়ে দিলে তাড়িয়ে দেবেন ৷ পদত্যাগ করব ৷’’
রাতে মদন মিত্রের বিরুদ্ধে ভবানীপুর থানায় এফআইআর দায়ের করল এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ ৷ কলকাতা পুলিশের ডিসি (সাউথ) প্রিয়ব্রত রায় জানিয়েছেন, কামারহাটির তৃণমূল বিধায়কের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার রাতেই লিখিত অভিযোগ দায়ের করে ৷ সেই সঙ্গে, বিধায়কের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 509 (অশালীন অঙ্গভঙ্গি) ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, আগামিকাল রবিবার হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে ৷ তারপরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে পুলিশের তরফে ৷
প্রসঙ্গত, যাবতীয় বিতর্কের সূত্রপাত শুক্রবার রাতে ৷ রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এ এক রোগীর বেড না পাওয়া নিয়ে অভিযোগ করেন কামারহাটির বিধায়ক মদন মিত্রের ৷ তার পালটা সাংবাদিক বৈঠক করেন হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় । তিনি স্বাস্থ্যক্ষেত্রে জিরো টলারেন্সের কথা বলেন ৷ এই নীতিতে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন রয়েছে, সেই কথাও বলেন ৷
তার পরই ফের সুর চড়ান মদন মিত্র ৷ সরাসরি দলের বিরুদ্ধেই হুঁশিয়ারি দেন তৃণমূলের এই নেতা ৷ তিনি সরাসরি বলেন, ‘‘তাড়িয়ে দিলে তাড়িয়ে দেবেন ৷ পদত্যাগ করব ৷ একটাই অনুরোধ একমাসের মধ্যে ভোট করতে হবে ৷’’