পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kuntal Ghosh Arrested: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার ইডির হাতে গ্রেফতার তৃণমূল নেতা কুন্তল ঘোষ - তৃণমূল নেতা কুন্তল ঘোষ

দীর্ঘ তল্লাশির পর এবার ইডির জালে কুন্তল ঘোষ ৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁকে গ্রেফতার করল ইডি ৷ গতকাল সকালে তাঁর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছিলেন ইডির কর্তারা। আর আজ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে আদালতে পেশ করবে ইডি (Kuntal Ghosh Arrested by ED)৷

Kuntal Ghsoh Arrested
ফাইল ছবি

By

Published : Jan 21, 2023, 9:34 AM IST

Updated : Jan 21, 2023, 9:41 AM IST

নিউটাউন, 21 জানুয়ারি: গতকাল সকালে হুগলির যুবনেতা কুন্তল ঘোষের ফ্ল্যাটে হানা দিয়েছিলেন ইডির কর্তারা। শুক্রবার সকাল থেকে ইডির আধিকারিকরা দু'টি দলে ভাগ হয়ে কুন্তলের নিউটাউনের দু'টি ফ্ল্যাটে তল্লাশি চালায় বলে জানা গিয়েছে। দীর্ঘ তল্লাশি চালানোর পর আজ তাঁকে গ্রেফতার করা হয় (TMC Youth Leader Arrested) । গতকাল প্রায় সারারাত তল্লাশি অভিযানের পর অবশেষে তথ্য-প্রমাণ জোগাড় করে কুন্তল ঘোষকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় তারপর তাঁকে গ্রেফতার করে ইডি।

কয়েকটি সূত্রের দাবি, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জশিটে মিস্টার ঘোষ নামের যে উল্লেখ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা, সেই মিস্টার ঘোষ হলেন কুন্তল ঘোষ । তিনি আবার হুগলির যুব তৃণমূল নেতা। মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের কাছে অভিযোগ করেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ কোটি কোটি টাকার আর্থিক বিনিয়ম করেছেন। এমনকী 19 কোটি টাকা তুলে তিনি বেশ কয়েকজনকে চাকরিও পাইয়ে দিয়েছেন। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করার জন্য একাধিকবার তাঁদের দফতরে ডাকেন।

এর আগে কুন্তল ঘোষকে এক দফা জিজ্ঞাসাবাদ করেন সিবিআই-এর গোয়েন্দারা। কিন্তু আর্থিক তছরূপের ঘটনায় তদন্তে নেমে কুন্তল ঘোষের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ পেয়ে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। এরপর একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে কুন্তল ঘোষের নামের তথ্য-প্রমাণ জোগাড় করে গোয়েন্দারা জানতে পারেন যে আর্থিক দুর্নীতি কাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে তৃণমূলের যুবনেতার।

আরও পড়ুন:'তল্লাশি হবে জানতাম', ইডি'র অভিযান শেষে দাবি তৃণমূল নেতা শান্তনুর

আজ তাঁকে গ্রেফতার করা হয়। কুন্তল ঘোষকে গ্রেফতারের পর সরাসরি তাঁকে নিয়ে আসা হবে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। সেখান থেকেই তাঁকে আজ আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। মূলত কুন্তল ঘোষের বিরুদ্ধে কী কী তথ্য প্রমাণ এবং তাঁর ফ্ল্যাটে দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে কী কী জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে তা সবিস্তারে আদালতে জানাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা।

Last Updated : Jan 21, 2023, 9:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details