কলকাতা, 19 মে:কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নোটিশ দিতেই আরও একবার সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস ৷ এই প্রসঙ্গে তাদের তরফে টেনে আনা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গও ৷ বাংলার শাসক দলের প্রশ্ন, অভিষেককে তলবের ক্ষেত্রে তাড়াহুড়ো করলেও শুভেন্দুর ক্ষেত্রে কেন এমন করছে না সিবিআই !
তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘কুন্তলের চিঠির জন্য যদি অভিষেককে ডাকা হয় । তাহলে সুদীপ্ত সেনের অভিযোগের পরেও কেন শুভেন্দু অধিকারীকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে না ? এই প্রশ্নের ভিত্তিতে বিশ্বাসযোগ্যতা চ্যালেঞ্জ হবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ।’’
প্রসঙ্গত, গত 25 এপ্রিল কোচবিহার থেকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ সেদিন থেকেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জেলায় জেলায় জনসংযোগ যাত্রা করছেন ৷ 60দিন পর দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে কর্মসূচি শেষ করে তাঁর কলকাতায় ফেরার কথা ছিল ৷ কিন্তু সিবিআইয়ের সমন পেয়ে তিনি আজ, শুক্রবারই কলকাতায় ফিরছেন ৷ আগামিকাল, শনিবার সকাল 11টায় তাঁকে হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে ৷
নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেককে তলব করেছে সিবিআই ৷ বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট এই মামলা থেকে অভিষেককে অব্যাহতি দেওয়ার আবেদন খারিজ করে দেয় ৷ তার পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তাঁর তরফে আবেদন করা হলেও জরুরি ভিত্তিতে সেই শুনানি করতে চায়নি আদালত ৷ আর তার পরই দুপুরে সিবিআই তাঁকে নোটিশ দেয় ৷ আগামিকাল সকালে হাজির হতে বলে ৷ ফলে নোটিশ পাওয়ার পর 24 ঘণ্টা সময়ও তিনি পাননি ৷ সিবিআইয়ের এই তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ ৷
কুণাল বলেন, ‘‘অভিষেকের বিরুদ্ধে মামলায় কোনও অভিযোগ নেই । শুধু কথার জাগলারীতে নাম জড়িয়ে ডাকা হচ্ছে । সিবিআইয়ের এত তাড়া যে আজকে নোটিশ জারি করে কাল তাঁকে ডাকা হচ্ছে । আর সুদীপ্ত সেনের যে কপি কোর্টে জমা পড়েছে, তার কপি তো সিবিআই পেয়ে গিয়েছে ৷ তাহলে শুভেন্দুকে গ্রেফতার করা হচ্ছে না কেন এখনও !’’