কলকাতা, 4 এপ্রিল: রামনবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র হাতে কেন অংশগ্রহণ ? আগেই এই প্রশ্ন তুলেছিল তৃণমূল কংগ্রেস ৷ এই ঘটনায় অভিযুক্ত সুমিত সাউকে বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ ৷ তার পরই এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ আরও বৃদ্ধি করল বাংলার শাসক দল ৷ মঙ্গলবার এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ সেখানে তিনি একাধিক ছবি তুলে ধরে সুমিতের সঙ্গে বিজেপি নেতাদের যোগাযোগ থাকার বিষয়ে দাবি করেন ৷
একই সঙ্গে তৃণমূলের এই রাজ্য সাধারণ সম্পাদক প্রশ্ন তোলেন, "বিজেপি নেতারা কী বলবেন ? রামনবমীর পর উনি মুঙ্গেরে গিয়ে কী করছিলেন ? তাঁর হাতে রিভলভার দিল কে ? কারা জড়িত এই রিভলবার চক্রে ?’’ এর পর তিনি বলেন, ‘‘পুলিশ খুঁজে খুঁজে এদের বের করে গ্রেফতার করুন ।"
এই ইস্যুতে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির শীর্ষ নেতাদের বিরুদ্ধেও তোপ দেগেছেন কুণাল ৷ তিনি বলেন, "শুভেন্দুরা হল প্রোমটার আর এরা হল অভিনেতা । তবে দেখতে হবে এর পিছনে আবার দিল্লির কোনও অ্যাসাইমেন্ট আছে কি না ?" মূলত, বাংলায় জমি তৈরি করার জন্যই এই ছেলেদেরকে পাঠাচ্ছে বিজেপি বলেই অভিযোগ করেন কুণাল ।