কলকাতা, 22 অক্টোবর: সৌজন্যের আসরেও হিংসা এবং দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সরাসরি তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের পুজোয় গিয়ে দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে কড়াবার্তা দিয়েছিলেন তিনি। আর তারই জবাব দিতে গিয়ে প্রচ্ছন্ন হুঁশিয়ারীর সুর শোনা গেল তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের মুখ থেকে। তিনি ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন, সৌজন্য সৌজন্যের জায়গায় ৷ কিন্তু তার মানে এই নয়, রাজ্যপাল ভবিষ্যতে কোনও বিশেষ রাজনৈতিক দলের হয়ে কথা বললে, তৃণমূলও চুপ করে থাকবে ৷ কুণালের দাবি, রাজ্যপাল যদি পক্ষপাতদুষ্ট আচরণ করেন, তবে তারাও সেই মতোই জবাব দেবেন ৷
রবিবার কুণাল বলেন, "রাজ্যপালের সঙ্গে এটা ছিল পুজো এবং ব্যক্তিগত সৌজন্যের পর্ব। পুজোর দিনে পুজো দেখবেন, পুজোর দিনে অঞ্জলি দেবেন ৷ এটাই স্বাভাবিক, আর তাই করেছেন। সেজন্য রাজ্যপালকে আমরা ধন্যবাদও জানিয়েছি। কিন্তু তাঁর সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য হলে সেখান থেকে সরে আসার জায়গা নেই। যদি আবার দেখা যায় রাজ্যপাল বিজেপির হয়ে পক্ষপাতদুষ্ট পদক্ষেপ নিচ্ছেন সে ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা যেমন কালো পতাকা দেখিয়েছেন সেরকম আমিও দেখাব।"