পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kunal Ghosh: পেগাসাসের মাধ্যমেই কি শুভেন্দু কল রেকর্ড জোগাড় করেন, প্রশ্ন তুললেন কুণাল - পেগাসাস সম্পর্কিত মামলা

ফোন ট্যাপিং ও কল রেকর্ড ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ তাঁর প্রশ্ন, পেগাসাসের মাধ্যমেই শুভেন্দু কল রেকর্ড জোগাড় করেন ?

Kunal Ghosh
Kunal Ghosh

By

Published : Jun 6, 2023, 3:18 PM IST

কলকাতা, 6 জুন: ওড়িশার বালাসোরে রেল দুর্ঘটনার পর সময় যত এগোচ্ছে, ততই বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক তরজার পারদ চড়ছে ৷ এবার এই ইস্যুতে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ একই সঙ্গে পেগাসাস প্রসঙ্গ তুলে কেন্দ্রের বিরুদ্ধে ফোন ট্যাপের অভিযোগও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই নেতা ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, যাবতীয় বিতর্কের সূত্রপাত গত শনিবার সন্ধ্যায় ৷ সেদিন কুণাল ঘোষ একটি অডিয়ো ক্লিপ টুইট করেন ৷ যেখানে দু’জনকে কথা বলতে শোনা গিয়েছে ৷ তাঁদের আলোচনার বিষয়বস্তু ছিল - মেন লাইনের সিগন্যাল দিয়েও লুপ লাইনের পয়েন্ট দেওয়া থাকায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে ৷ অডিয়োতে যে দু’জনের কণ্ঠস্বর শোনা গিয়েছে, তাঁরা নিজেদের রেলের আধিকারিক বলে দাবি করেন ৷

আরও পড়ুন:'সাহস থাকলে নাম বলুক, মানহানি কাকে বলে দেখিয়ে দেব'- শুভেন্দুর অন্তর্ঘাত তত্ত্বে পালটা জবাব কুণালের

কুণাল ঘোষ অবশ্য ভিডিয়োর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে রেখেছিলেন ওই পোস্টেই ৷ কিন্তু সেই টুইট রিটুইট করে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রশ্ন তোলেন, অডিয়োটি কুণাল ঘোষ কোথা থেকে পেলেন ? তাহলে কি পশ্চিমবঙ্গ পুলিশ রেলের আধিকারিকদের ফোন ট্যাপ করে তৃণমূলের হাতে তুলে দিচ্ছে ? এই বিষয়টি তিনি সিবিআইয়ের দৃষ্টি আকর্ষণও করেন ৷

এই নিয়ে মঙ্গলবার সকালে বেশ কয়েকটি টুইট করেন কুণাল ঘোষ ৷ অগ্নিমিত্রাকে মেনশন করে একটি টুইটে তিনি লেখেন, ‘‘একটি ভিডিও দিলাম । শুভেন্দু বলছে কেন্দ্রীয় সরকারের জোরে আপনারা সব কল রেকর্ড পান । এটা কি পেগাসাস দিয়ে ? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত চাই । রইল বাকি আমার টুইট। বেশ করেছি । তদন্ত হলে বুঝে নেব । শুভেন্দুর চিৎকারের ভাবসম্প্রসারণ করুন আগে ।’’

কুণাল ঘোষের টুইট

পরের টুইটটিতে আবার কুণাল নিজেই সিবিআইয়ের দৃষ্টি আকর্ষণ করেন ৷ তিনি লেখেন, ‘‘পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা বলছেন যে তাঁর কাছে অন্যদের ফোন কল রেকর্ড রয়েছে ৷ এবং তিনি এটাও বলছেন যে কেন্দ্রীয় সরকারের সাহায্যে তিনি সেগুলি পাচ্ছেন । সুতরাং, যেহেতু এটি একটি অত্যন্ত গুরুতর সমস্যা, এবং পেগাসাস সম্পর্কিত মামলা ৷ তদন্ত প্রয়োজন ৷’’

দ্বিতীয় টুইটের সঙ্গে একটি ভিডিয়ো দিয়েছেন কুণাল ঘোষ ৷ ওই ভিডিয়োটি আবার বছর দুয়েকের পুরনো ৷ সেই নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়েরও হয়েছিল ৷ সেই এফআইআর-এর ছবি পরের টুইটে পোস্ট করেছেন কুণাল ঘোষ ৷ একই সঙ্গে প্রশ্ন তুলেছেন, ‘‘শুভেন্দু বলেছিল সবার সব কল রেকর্ড ওর কাছে আছে কারণ কেন্দ্রের সরকার ওদের দলের । ইঙ্গিত কি পেগাসাসের দিকে ? আরও কিছু আপত্তিকর কথা ও বলেছিল । তাতে নিয়মমত ওর বিরুদ্ধে এফ আই আর হয় । কিন্তু সেই তদন্ত আটকে দিল কোন মহল ? এখানে কেন রক্ষাকবচ ?’’

সব শেষে নন্দীগ্রামের বিধায়ক বিজেপির শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের অভিযোগ, ‘‘কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ছে শুভেন্দু ।’’

আরও পড়ুন:রেল দুর্ঘটনার পিছনে রহস্য কী, রেল আধিকারিকদের কল রেকর্ডিং দিয়ে তদন্তের দাবি কুণালের

ABOUT THE AUTHOR

...view details