পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপি 'দরদী' বিচারপতি, নন্দীগ্রাম মামলার নিরপেক্ষ বিচার নিয়ে প্রশ্ন কুণালের - Kunal ghosh on Nandigram Case

নন্দীগ্রাম মামলার শুনানি হচ্ছে বিচারপতি কৌশিক চন্দের এজলাসে ৷ কিন্তু এবার তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিল তৃণমূল ৷ তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ জানান, বিচারপতির যোগ্যতা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ কিন্তু, তিনি বিজেপি দরদী ৷ তাই নিরপেক্ষ বিচারের জন্য তাঁকে মামলা থেকে সরে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন কুণাল ঘোষ ৷

কুণাল ঘোষ
কুণাল ঘোষ

By

Published : Jun 18, 2021, 4:34 PM IST

কলকাতা, 18 জুন : নন্দীগ্রাম কেন্দ্রের বিধানসভা ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে গতকাল কলকাতা হাইকোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ তার শুনানি ছিল ৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকায় শুনানি প্রায় এক সপ্তাহ পিছিয়ে যায় ৷ আর এসবের মধ্যে মামলার শুনানির নিরপেক্ষতা তথা বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিল তৃণমূল ৷ বিচারপতিকে 'বিজেপি দরদী' বলে সরব হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ এদিন, তৃণমূল ভবনে সাংবাদিকদের কুণাল ঘোষ জানিয়েছেন, হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ বিজেপি দরদী । তাই নিরপেক্ষতার কথা ভেবে বিচারপতি যেন এই মামলা থেকে সরে দাঁড়ান ।

এদিন কুণাল ঘোষ নিজের কথার সত্যতা প্রমাণ করার জন্য টুইটারে কয়েকটি ছবিও পোস্ট করেছেন । যেখানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাশে বসে থাকতে দেখা যাচ্ছে কৌশিক চন্দকে । কুণালবাবু নিজের টুইটার অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘বিচারপতি কৌশিক চন্দ বিজেপি দরদী । নন্দীগ্রাম মামলা তাঁর হাতে নিরপেক্ষ থাকবে কি ? অনুরোধ, বিচারপতি চন্দ মামলাটি ছেড়ে দিন।'

শুনে নিন কুণাল ঘোষের বক্তব্য

পাশাপাশি তৃণমূল ভবনে তিনি বলেন, "নন্দীগ্রাম মামলাটি রয়েছে মহামান্য হাইকোর্টের মহামান্য বিচারপতি কৌশিক চন্দের এজলাসে । যে ছবিগুলি সামনে আসছে তাতে দেখা যাচ্ছে বিজেপির লিগ্যাল সেলের একটি অনুষ্ঠানে তিনি উপস্থিত রয়েছেন । সেখানে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বক্তৃতা করছেন । পাশে, বিজেপি এক নেত্রী বসে । ফলে যিনি বিজেপি দরদী, বিজেপি সমর্থক এবং বিজেপি লিগাল সেলের প্রোগ্রামে যোগ দিয়েছেন, সেরকম একজন বিচারপতির এজলাসে কীভাবে নন্দীগ্রামের মত গুরুত্বপূর্ণ মামলা নিরপেক্ষভাবে বিচার হতে পারে ।" প্রশ্ন তুলে দিয়েছেন কুণাল ঘোষ ৷

আরও পড়ুন,পিছিয়ে গেল নন্দীগ্রামে ভোট পুনর্গণনা সংক্রান্ত শুনানি

তিনি আরও বলেন, "আমি মানছি বিচারপতি কৌশিক চন্দ যোগ্য । যেহেতু তার মনে বিজেপি সম্পর্কে একটা দুর্বলতা রয়েছে ফলে তার অবচেতন মনে বিজেপি সম্পর্কে অনুভূতি তার নিরপেক্ষতাকে প্রভাবিত করতে পারে ৷ এমন প্রশ্ন তোলার অবকাশ কিন্তু থাকছে । নন্দীগ্রামের মত একটি স্পর্শকাতর মামলা এবং যেখানে রাজনীতির বিষয় রয়েছে সেই জায়গা থেকে এই বিচার প্রক্রিয়া নিরপেক্ষ হবে কি ! আর সে কারণেই আমার মনে হয় বিচারপতি চন্দেরএই মামলা ছেড়ে দেওয়া উচিত ।"

ABOUT THE AUTHOR

...view details