কলকাতা, 18 এপ্রিল: এখনও মুকুল অন্তর্ধান রহস্যের যবনিকা পতন হয়নি । কিন্তু মুকুল রায়ের অন্তর্ধান হওয়া ও তারপর দিল্লিতে তাঁকে খুঁজে পাওয়া এবং তাঁকে নিয়ে তৈরি হওয়ার রাজনৈতিক জল্পনা নিয়ে মঙ্গলবার তৃণমূলকে কার্যত নিরুত্তাপ দেখাল ৷ বরং এদিন মুকুল রায়ের নিখোঁজ হওয়া নিয়ে একদা তৃণমূলের দু’নম্বর এই নেতাকে কার্যত কটাক্ষই করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । বললেন, ‘‘মায়াবী শিল্পী মুকুল । তাঁকে মূল্যায়ন করার আমি কেউ নই ।’’ শুধু তাই নয়, এদিন মুকুল-পুত্র শুভ্রাংশু রায় যে কথা বললেন, তাকে খণ্ডনই করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক । আর এতেই প্রশ্ন উঠছে তাহলে কি মুকুলের অন্তর্ধান নিয়ে শুভ্রাংশুর দেওয়া ব্যাখ্যায় বিশ্বাস রাখছে না তৃণমূল ?
প্রসঙ্গত, গতকাল সোমবার সন্ধ্যের পর থেকেই মুকুল রায়কে নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে । মুকুল রায়ের অন্তর্ধান রহস্য কোনও অংশে কোনও রহস্য রোমাঞ্চ গল্পের থেকে কম যাচ্ছে না । শারীরিকভাবে অসুস্থ মুকুল রায় আকস্মিকভাবেই হঠাৎ করে দিল্লিতে পৌঁছে গেলেন । যা নিয়ে থানায় মিসিং ডায়েরি করলেন তাঁর ছেলে শুভ্রাংশু । শুভ্রাংশুর অভিযোগ, মুকুল রায়ের অন্তর্ধানের পেছনে টাকার খেলা রয়েছে ৷ এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলঙ্কিত করার প্রয়াস ।
এই নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের পাল্টা বন্তব্য, এটা অনেকটা উচ্চমার্গের ব্যাপার । কে জড়িত আছে, শুভ্রাংশু যা বলছে, তার উপর তদন্ত দরকার । শুভ্রাংশুর দাবি নিয়ে কুণালের প্রশ্ন, ‘‘মুকুল রায়, শুভ্রাংশুরা যদি জানতেন যে অভিষেকের বিরুদ্ধে কোনও চক্রান্ত হচ্ছে, তাহলে তাঁরা আগে সাংবাদিক সম্মেলন করে তা বললেন না কেন ?‘‘ বরং মুকুল রায়ের অন্তর্ধানের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও যোগ রয়েছে বলে তিনি মনে করেন না বলে স্পষ্ট জানিয়ে দেন কুণাল ঘোষ ।