পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kunal Ghosh: বিজেপির পোষা কুকুর বোকাছেলে শুভেন্দু, বেলাগাম কুণাল ঘোষ - বিজেপি

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে বেলাগাম তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ ৷ তিনি শুভেন্দুকে 'পোষা কুকুর', 'বোকাছেলে' বলেছেন ৷

Kunal Ghosh
Kunal Ghosh

By

Published : Jun 12, 2023, 6:25 PM IST

কলকাতা, 12 জুন: নোংরা ভাষার রাজনীতি ! শাসক-বিরোধী উভয় রাজনৈতিক দলের নেতাদের মুখে নোংরা ভাষা ব্যবহারের অভিযোগ । পরস্পরকে সমালোচনা করতে এখন নোংরা ভাষাকেই বেছে নিচ্ছেন তাঁরা । সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য নির্বাচন কমিশনারকে 'কুকুর' বলে কটাক্ষ করেছেন বলে অভিযোগ । পালটা তৃণমূলের কুণাল ঘোষ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে 'পোষা কুকুর', 'বোকাছেলে' বলেছেন ৷

এ দিন কুণাল ঘোষ বলেন, "কড়া ভাষায় নিন্দা করছি । কুৎসিত নোংরা ভাষায় সমালোচনা করছি ৷ নিন্দা করছি । ওই ভাষা মুখে আনা যায় না । একুশের বিধানসভা নির্বাচনে আট দফায় ভোট করে করোনা ছড়িয়ে দেওয়া হয়েছিল । তারা কী সমগোত্রীয় হবে না ? ও তো আসলে বিজেপির পোষা কুকুর । ও সেখানে সাংবিধানিক পদকে কুকুর বলছে । বদ্ধপাগল ।’’

এর পর তাঁর সংযোজন বোকাছেলে । শুভেন্দু বোকাছেলে । একটা বোকা ছেলে । মানে বুঝতে পারছেন তো ? আমি কিন্তু অন্য কিছু বলেনি । মানসিক হতাশাগ্রস্ত একটা পাগল । পাগলের প্রলাপ । ওর দলে ওর কোনও গ্রহণযোগ্যতা নেই । দিলীপ ঘোষ ওকে দেখতে পারে না । সুকান্ত ওকে সহ্য করতে পারে না । সিবিআই কেন গ্রেফতার করছে না ।"

বিজেপির পোষা কুকুর বোকাছেলে শুভেন্দু, বেলাগাম কুণাল ঘোষ

বাংলার পঞ্চায়েত নির্বাচনে হিংসা ও মানবধিকার লঙ্ঘন নিয়ে দিল্লি থেকে প্রতিনিধি দল আসার কথা শোনা যাচ্ছে । এই বিষয়ে কুণাল ঘোষ বলেন, "জাতীয় মানবাধিকার কমিশনেরর কোনও এক্তিয়ার নেই । তাও তাঁরা গুজরাত যান না । উত্তরপ্রদেশ যান না । বিলকিসের ওখানে যান না । এখানে রাজ্য নির্বাচন কমিশন নির্বাচন করাবে । ওদের কোনও কাজ নেই । বাইরের লোক ঢোকানোর চেষ্টা চলছে ।"

একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট করানোর বিষয়ে কুণাল ঘোষ স্পষ্ট করে বলেন, "আমরা কেন্দ্রীয় বাহিনীকে ভয় পাই না । কিন্তু, দেশে তো আইন শৃঙ্খলা আছে । চাপিয়ে দেওয়া কেন ? সব জায়গায় তাহলে একই নিয়ম চলবে । শুধু বাংলায় এমনটা হবে, মামাবাড়ি নাকি ? বাবার সম্পত্তি নাকি । আমরা শান্তিপুর্ণ নির্বাচন চাই । আমরা আনকনটেস্ট চাইছি না ।’’

তৃণমূলের সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ, মমতা ঠাকুর ও শশী পাঁজা

তাঁর বক্তব্য, 100 শতাংশ প্রার্থী দিক বিরোধীরা । সামান্য কোথাও কোথাও ঝামেলা হচ্ছে । বর্ধমানে গোলমালের জেনেটিক সমস্যা আছে ৷ দু’তিনটে জায়গায় অশান্তি হচ্ছে । পুলিশ দেখছে ৷ কেউ কেউ ঝামেলা করলেও তৃণমূল কর্মীদের ফাঁদে পা না দেওয়ার কথা বলা হচ্ছে ৷ তিনি বলেন, ‘‘মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না । মানুষের আশীর্বাদে প্রত্যেকটি জেলা পরিষদে তৃণমূল জিতবে ।"

আরও পড়ুন:পঞ্চায়েতে লড়াই হবে চোখে চোখ রেখে, তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details