কলকাতা, 22 মে: বিতর্ক যেন পিছু ছাড়ছে না কামারহাটির বিধায়কের । এবার রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা শোনা যাচ্ছে মদন মিত্রের গলায় । তবে সেই প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ । তিনি বলেন, "মদনদা রাজনীতিতে ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন । এটা ওঁর জীবন দর্শনের ব্যাপার । ওঁর ইচ্ছা হতেই পারে অনেক দূরে কোনও গ্রহতে ছুটি কাটাতে যাবেন ।"
প্রসঙ্গত, এই ঘটনার সূত্রপাত হয় এসএসকেএম হাসপাতালে রোগী ভরতিকে কেন্দ্র করে । অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র এক যুবককে হাসপাতালে ভরতি করাতে চেয়েও তা পারেননি । তারপর হাসপাতালকে ঘিরে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করতে থাকে শোনা যায় তাঁকে । এমনকি বাম আমল হলে তিনি এক মিনিটে রোগী ভরতি করিয়ে দিতেন বলেও জানান মদন মিত্র ৷
ঘটনাটি গত শুক্রবার রাতে ঘটেছিল ৷ পরের দিন এসএসকেএম হাসপাতালের তরফে জানানো হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে তাদের কথা হয়েছে ৷ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়ে জিরো টলারেন্স নীতি নিতেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন জানিয়ে দেন, তাঁকে তাড়িয়ে দেওয়া হলে হোক ৷ তিনি রাজনীতি ছেড়ে দেবেন ৷ প্রয়োজনে টিউশনি করে খাবেন৷ বই লিখবেন ৷