কলকাতা, 20 জুন: কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভাবছে না তৃণমূল কংগ্রেস, পঞ্চায়েতে তাদের জয় সুনিশ্চিত, অন্তত এমনটাই মনে করছে তৃণমূল কংগ্রেস ৷ শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, ‘‘কেন্দ্রীয় বাহিনী নিয়ে আমাদের কোনও সমস্যা নেই । কেন্দ্রীয় বাহিনী কেন, যদি রাষ্ট্রসংঘ থেকে বাহিনী নিয়ে আসে, কেন্দ্রীয় সরকার মিলিটারি নামায়, তাতেও আমাদের কিছু যায় আসে না । ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাক বা রাজ্য পুলিশ বান্ডিল করে হারাব বিরোধীদের ।’’
কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দিয়ে গত বৃহস্পতিবার ৷ তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনার ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় বাহিনী নিয়ে করা রাজ্য ও কমিশনের আবেদন খারিজ করে দিয়েছে । সেই নিয়েই এই প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষ ৷
এ দিন কেন্দ্রীয় বাহিনী চাওয়া নিয়ে রাজ্য ও কমিশনের অবস্থানও ব্যাখ্যা করেছেন এই তৃণমূল নেতা । কুণাল ঘোষের কথায়, ‘‘একটা টেকনিক্যাল সমস্যা থেকে রাজ্য সরকার বা নির্বাচন কমিশনের অবস্থান । সারা ভারতবর্ষে লোকসভা এবং বিধানসভা নির্বাচন হয় কেন্দ্রের বাহিনী দিয়ে । যে রাজ্যের স্থানীয় ভোট অর্থাৎ পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচন হয় রাজ্যের পুলিশ দিয়ে । এই কারণেই রাজ্য সরকার বা নির্বাচন কমিশন তাদের প্রতিবাদ অব্যাহত রেখেছেন । কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমরা হাসতে হাসতে দেখেছি কী ঘটতে চলেছে । বরং আমরা চাইছি কেন্দ্রীয় বাহিনী আসুক, যাতে হারার পর এই বিরোধীরা একটা শব্দ বলতে না পারে । নাটক বেরিয়ে যাবে ।’’