পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kunal Ghosh: রাষ্ট্রসংঘ থেকে বাহিনী নিয়ে এলেও তৃণমূলই জিতবে, হুঁশিয়ারি কুণালের - পঞ্চায়েত ভোট

কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পক্ষেই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ তার পরও বিরোধীদের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের কুণাল ঘোষ ৷ তিনি জানালেন, রাষ্ট্রসংঘ থেকে বাহিনী নিয়ে এলেও তৃণমূলই জিতবে ৷

Kunal Ghosh
Kunal Ghosh

By

Published : Jun 20, 2023, 7:16 PM IST

Updated : Jun 20, 2023, 8:06 PM IST

হুঁশিয়ারি কুণালের

কলকাতা, 20 জুন: কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভাবছে না তৃণমূল কংগ্রেস, পঞ্চায়েতে তাদের জয় সুনিশ্চিত, অন্তত এমনটাই মনে করছে তৃণমূল কংগ্রেস ৷ শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, ‘‘কেন্দ্রীয় বাহিনী নিয়ে আমাদের কোনও সমস্যা নেই । কেন্দ্রীয় বাহিনী কেন, যদি রাষ্ট্রসংঘ থেকে বাহিনী নিয়ে আসে, কেন্দ্রীয় সরকার মিলিটারি নামায়, তাতেও আমাদের কিছু যায় আসে না । ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাক বা রাজ্য পুলিশ বান্ডিল করে হারাব বিরোধীদের ।’’

কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দিয়ে গত বৃহস্পতিবার ৷ তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনার ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় বাহিনী নিয়ে করা রাজ্য ও কমিশনের আবেদন খারিজ করে দিয়েছে । সেই নিয়েই এই প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষ ৷

এ দিন কেন্দ্রীয় বাহিনী চাওয়া নিয়ে রাজ্য ও কমিশনের অবস্থানও ব্যাখ্যা করেছেন এই তৃণমূল নেতা । কুণাল ঘোষের কথায়, ‘‘একটা টেকনিক্যাল সমস্যা থেকে রাজ্য সরকার বা নির্বাচন কমিশনের অবস্থান । সারা ভারতবর্ষে লোকসভা এবং বিধানসভা নির্বাচন হয় কেন্দ্রের বাহিনী দিয়ে । যে রাজ্যের স্থানীয় ভোট অর্থাৎ পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচন হয় রাজ্যের পুলিশ দিয়ে । এই কারণেই রাজ্য সরকার বা নির্বাচন কমিশন তাদের প্রতিবাদ অব্যাহত রেখেছেন । কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমরা হাসতে হাসতে দেখেছি কী ঘটতে চলেছে । বরং আমরা চাইছি কেন্দ্রীয় বাহিনী আসুক, যাতে হারার পর এই বিরোধীরা একটা শব্দ বলতে না পারে । নাটক বেরিয়ে যাবে ।’’

তিনি আরও বলেন, ‘‘বিরোধীরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরুক । আমরা মানুষকে বুকে নিয়ে ঘুরি । মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার এগুলিকে নিয়ে মানুষের কাছে যাই । ওরা নিজেদের হার বাঁচাতে কেন্দ্রীয় বাহিনীর কথা বলছে । 61 হাজার বুথের মধ্যে মাত্র চার থেকে পাঁচটিতে গন্ডগোল হয়েছে । তাও বিজেপি, কংগ্রেস, সিপিএম ও আইএসএফ মিলে গন্ডগোল করেছে । ওদের কতগুলো দৃশ্য দরকার ছিল । দৃশ্যগুলো ওরা কোর্টকে দেখিয়ে প্রভাবিত করতে চাইবে ।’’

এ দিন এই নিয়ে বলতে গিয়েও নওশাদ-বিজেপির প্রসঙ্গ টেনে এনেছেন কুণাল বলেন, ‘‘নিত্যানন্দ রাই আর কৈলাস বিজয়বর্গীয়কে যে মেসেজ করেছিলেন নির্বাচন কমিশনকে চাপ দিতে, যাতে অফিসার বদল হয় । ফলে এই নেক্সাসটা অনেক গভীরে ।’’

তিনি আরও বলেন, ‘‘যারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে নাচছেন তাদের মনে করিয়ে দিয়ে 2021 এর বিধানসভা নির্বাচন আট দফায় হয়েছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে ৷ তাতেও কিন্তু কংগ্রেস আর সিপিএম শূন্য ৷ বিপুল ভোটে জিতেছিল তৃণমূল কংগ্রেস । বলি আমরা আবার বলছি কেন্দ্রীয় বাহিনীকে আমরা চিন্তা করি না, যদি সেনাবাহিনীও নামায় তাও জিতবে তৃণমূলই ।’’

আরও পড়ুন:সুপ্রিম ধাক্কায় কমিশনের ঘাড়ে দায় ঠেলল তৃণমূল, বিরোধীরা গণতন্ত্রের জয় দেখছে

Last Updated : Jun 20, 2023, 8:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details