কলকাতা, 26 জুন: পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ও কংগ্রেসের মধ্যে জোট ! তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের অবশ্যে তেমনটাই দাবি ৷ নিজের দাবির স্বপক্ষে সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও পোস্ট করেছেন ৷ যে ছবিতে বিজেপি ও কংগ্রেসের জোট প্রার্থীর প্রচারের ব্যানার দেখা যাচ্ছে ৷ আর এই ছবিকে হাতিয়ার করেই কংগ্রেসকে নিশানা করেছেন কুণাল ঘোষ ৷
প্রসঙ্গত, কুণাল যে ছবিটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে যে বাগানগ্রাম গ্রাম পঞ্চায়েতের 250 নম্বর আসে কংগ্রেস ও বিজেপি জোট করে লড়াই করছে ৷ বিজেপির প্রার্থীর নাম শিল্পী বালা ও কংগ্রেসের প্রার্থীর নাম পবিত্র সরকার ৷ ব্যানারে ‘পদ্মফুল’ ও ‘হাত’ প্রতীকে ভোট দেওয়ার আবেদনও রয়েছে ৷
এ দিন সকালে এই ছবিটি টুইট করে কুণাল ঘোষ প্রশ্ন করেছেন, ‘‘আপনি কি এটা দেখতে পাচ্ছেন খাড়গে ?’’ এই প্রশ্নে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ট্যাগও করেছেন ৷ তার পর খাড়গেকে উদ্দেশ্য করে কুণাল লিখেছেন, ‘‘এটাই বাংলায় আপনার দলের রণনীতি ৷ তারা এনডিএ-র শরিকের মতো আচরণ করছে ৷ তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছে এবং আপনার দল বিজেপিকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে ৷’’