কলকাতা, 24 নভেম্বর: সিঙ্গল বেঞ্চের পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও অমিত শাহের সভার অনুমতি দিল ৷ শুক্রবার সেই অনুমতি দিতে গিয়ে 21 জুলাইয়ের সভার প্রসঙ্গ টেনে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের মন্তব্য, ‘‘সবাইকে সমান সুযোগ দেওয়া উচিত । সবকিছুতেই এখন রাজনীতি । এই ধরনের ঘটনা নতুন নয় । কেউ সাধারণ মানুষের কথা ভাবে না । আজ থেকে তাহলে একুশে জুলাই-এর সভা বাতিল করে দিন ।’’ আর প্রধান বিচারপতির এই মন্তব্যকে ‘অনাবশ্যক রাজনৈতিক উক্তি’ বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার ।
তাঁর কথায়, ‘‘প্রধান বিচারপতি বাইরে থেকে এসেছেন । তিনি একুশে জুলাই-এর মাহাত্ম্য জানেন না । প্রত্যেক রাজ্যে এই ধরনের বিভিন্ন কর্মসূচি আছে । যারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার এই ডেমোক্রেসির অর্থাৎ মানুষ । মানুষকে বাদ দিয়ে না থাকবে ডেমোক্রেসি, না থাকবে বিচার ব্যবস্থা এবং এই ডেমোক্রেসিকে রক্ষা করার সবচেয়ে বড় দায়িত্ব বিচারপতিদের । সেই মানুষের কথা হয়তো তিনি জানেন না, সেই জন্য একুশে জুলাইয়ের কথা হয়তো উনি নিয়ে এসেছেন । এটা অনাবশ্যক রাজনৈতিক উক্তি বলেই আমি মনে করছি ।’’
তিনি আরও বলেন, ‘‘অনেক সময় কলকাতার অনেক বিচারপতি এই ধরনের মন্তব্য করে থাকছেন । হয়তো নিজেদের সামলাতে পারছেন না, তাই এ ধরনের রাজনৈতিক উক্তি করে ফেলছেন । তাঁর যদি মনে হয় সভার অনুমতি দেওয়ার তিনি নির্দেশ দেবেন । আমার তা নিয়ে কিছু বলার নেই, এই বিষয়ে যা বলার রাজ্য সরকারের মুখপাত্র বলবেন । আমি রাজ্য সরকারের মুখপাত্র না । তাই সরকারের কী বক্তব্য বলতে পারব না । কিন্তু নির্দেশ দেওয়ার সময় যে যে উক্তি করছেন, তাতে রাজনীতির গন্ধ পাওয়া যাচ্ছে ।’’