কলকাতা, 7 জুন: গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাতেই অস্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আর সেই কারণেই বালাসোর রেল দুর্ঘটনায় সাহায্য করা নিয়ে এত উষ্মা প্রকাশ করছেন তিনি । বুধবার এভাবেই বিরোধী দলনেতার অভিযোগের পালটা জবাব দিল তৃণমূল কংগ্রেস ।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবারই তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে মৃতদের পরিবার ও আহতদের সাহায্য তুলে দেওয়ার জন্য যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা । এরপর বুধবার টুইট করে তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন । শুভেন্দু অধিকারীর অভিযোগ, নির্মাণ শ্রমিক কল্যাণের টাকা রেল দুর্ঘটনার সহায়তায় দিচ্ছে রাজ্য সরকার । তাঁর প্রশ্ন, কেন মুখ্যমন্ত্রী তাঁর নিজস্ব রিলিফ ফান্ড থেকে এই অর্থ প্রদান করছেন না । যে প্রক্রিয়ায় তড়িঘড়ি মৃতদের পরিবারকে কলকাতায় নিয়ে আসা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা ।
এর পালটা প্রতিক্রিয়া দিতে গিয়ে বুধবার শুভেন্দুকে একহাত নিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার । তিনি বলেন, ‘‘বালাসোরের রেল দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে কোন ফান্ড থেকে অর্থ সাহায্য দেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণভাবে একটা প্রশাসনিক বিষয় । মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই রেল দুর্ঘটনার পর রাজ্যের গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাতে অস্বস্তিতে বিরোধী দলনেতা । রাজ্যের সাধারণ মানুষ যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, তাই শুভেন্দুর এত গাত্রদাহ । সে কারণেই তাঁর এত গোঁসা ।’’
আরও পড়ুন:'মমতা এপাং-ওপাং-ঝপাং করবেন বলে স্বজনহারাদের কলকাতায় আনা হচ্ছে', কটাক্ষ শুভেন্দুর