কলকাতা, 20 জানুয়ারি: বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁ তৃণমূল কংগ্রেসের শাসন অবসানের জন্য যজ্ঞ করছেন । আর এই প্রসঙ্গে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শীর্ষ নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, "সৌমিত্র খাঁ একটা পাগল নাকি ! যজ্ঞ করে তৃণমূলকে হাটানো যায় ? মানুষের পাশে থাকতে হয় । নিজের জন্য আগে যজ্ঞ করুন । এবার নিজের সিটটাও তো আর থাকবে না । নিজেও এবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলে বিরাট ভোটে হারবেন ।" এভাবেই এদিন বিজেপি নেতা তথা বিষ্ণুপুরের সৌমিত্র খাঁর সম্পর্কে খড়্গহস্ত হন ফিরহাদ । যদিও নিজের দলের যুব নেতাকেই চিনতে পারলেন না ফিরহাদ হাকিম ।
গত বেশ কয়েক মাস ধরে স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) প্রসঙ্গে তোলপাড় রাজ্য রাজনীতি । একের পর এক তৃণমূল নেতার গ্রেফতার হওয়ার ঘটনাও ঘটেছে । সম্প্রতি সিবিআইয়ের সামনে অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডল কুন্তলের নাম সামনে আনেন । হুগলি জেলার তৃণমূলের দাপুটে যুবনেতা কুন্তল । রাজ্যের অনেক নেতা মন্ত্রীর সঙ্গে তার ছবিও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় । শুক্রবারে তাঁর নিউটাউনের দু’টি ফ্ল্যাটে সকাল থেকেই ইডির (ED) হানা ফের সংবাদ মাধ্যমের সামনে উঠে এসেছে কুন্তল । শুক্রবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা ফিরহাদ হাকিমের স্পষ্ট জবাব, "কে কুন্তল ? আমি যাকে চিনি না । জানি না । তাঁর সম্পর্কে কোনও মন্তব্য করব না ।"