কলকাতা, 13 নভেম্বর : আন্দোলন চলাকালীন BJP-র যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার গুরুতর অসুস্থ হয়ে ভরতি হলেন হাসপাতালে ৷ আজ কলকাতা পৌরনিগমে যুব মোর্চা অভিযান করে । পুলিশ তখন জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে । এর জেরে অসুস্থ হয়ে পড়েন দেবজিৎ ৷ তাঁকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ দেওয়া হয়েছে অক্সিজেন ৷
হাসপাতাল সূত্রে খবর, দেবজিৎকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় ৷ স্পেশাল কেবিনে রেখে তাঁর চিকিৎসা চলছে ৷
এই সংক্রান্ত খবর : BJP-র পৌরনিগম অভিযান ঘিরে ধুন্ধুমার, আটক একাধিক নেতা
আজ যুব মোর্চার পৌরনিগম অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে ৷ চাঁদনি চকে ব্যারিকেড করে BJP ও যুবমোর্চার কর্মীদের আটকায় পুলিশ ৷ আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পালটা জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে তাঁদের আটকানোর চেষ্টা করে পুলিশ ৷ এর জেরে দেবজিৎ অসুস্থ হয়ে পড়েন । BJP-র সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় জখম হন ৷ তাঁদের পুলিশ আটক করে ৷
ডেঙ্গি প্রতিরোধে ব্যর্থ কলকাতা পৌরনিগম, এই অভিযোগ তুলে আজ পৌরনিগম অভিযান চালায় যুব মোর্চা ৷ কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে যুব মোর্চা পৌরনিগম অভিযান করে ৷