কলকাতা, 4 জানুয়ারি :সপরিবার করোনায় আক্রান্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় ৷ মঙ্গলবার টুইটে একথা জানালেন তিনি (TMC leader Babul Supriyo tests covid positive along with family) ৷ পাশাপাশি জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ককটেল ইঞ্জেকশন পাওয়া নিয়ে প্রশ্ন তুলে আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে ৷
তিনটি টুইট করেছেন বাবুল ৷ একটিতে তিনি তাঁর তৃতীয় বার সংক্রামিত হওয়ার কথা জানিয়ে লিখেছেন, "এই নিয়ে আমি তৃতীয় বার করোনা সংক্রামিত হলাম ৷ প্রথম, 2020-র নভেম্বর মাসে ৷ তখন আমি মাকে হারিয়েছি ৷ কোনওরকমে বাবাকে বাঁচিয়ে আনতে পেরেছি ৷ এরপর ফের 21 এপ্রিল, আর এখন ৷"
তবে এই করোনা পজিটিভ হওয়া নিয়ে তাঁর কোনও দুশ্চিন্তা নেই ৷ বরং তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের নিয়ে উদ্বিগ্ন তৃণমূল নেতা ৷ এ প্রসঙ্গে তিনি লিখেছেন, "যে যে ব্যক্তিরা আমার কাছে এসেছেন এবং সংক্রামিত হয়েছেন, সেই সংখ্যা নিয়ে চিন্তায় রয়েছি ৷ আর কে যে কাকে সংক্রামিত করেছেন, তা খুঁজে পাওয়ার কোনও উপায় নেই ৷ খুব কম লোকই মাস্ক পরছেন ৷"
আরও পড়ুন : প্রয়াত বাবুল সুপ্রিয়র মা সুমিত্রা বড়াল
আরেকটি টুইটে তিনি তাঁর পরিবার এবং কর্মচারীদের সংক্রামিত হওয়ার কথা জানিয়ে লেখেন, "আমি, আমার স্ত্রী, বাবা, একাধিক কর্মচারী কোভিড পজিটিভ ৷ কিন্তু আমার দুশ্চিন্তা 61 হাজার টাকা দামের ককটেল ইঞ্জেকশন (Cocktail jab) নিয়ে ৷ যেটা জরুরি প্রয়োজনে আশঙ্কাজনক কোভিড-19 রোগীদের দিতে হয় ৷ বাবার বয়স 84 ৷ তাঁর জরুরি ভিত্তিতে এই ইঞ্জেকশন দরকার এবং আমাকে এটা এখুনি কিনতে হবে ৷" অর্থনৈতিক দুর্বল শ্রেণির (Economically Weaker Section) এই ভ্যাকসিন কেনার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, "এই ককটেল ভ্যাকসিন অর্থনৈতিক দুর্বল শ্রেণির মানুষ কীভাবে পাবে ?"
বিজেপি নেতা এই ককটেল ইঞ্জেকশন পাওয়া নিয়ে আক্রমণ করেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Union Minister for Health, Mansukh Mandaviya) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে (Minister of Home Affairs, Amit Shah) ৷ টুইটারে তিনি লেখেন, ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়ার পরেও তৃতীয় বার আক্রান্ত হয়েছি ৷ সম্পূর্ণ টিকাকরণ হলেও নতুন সংক্রমণ আটকানো যাচ্ছে না ৷ ভ্যাকসিনেশন ড্রাইভ চলছে ৷ এর পাশাপাশি যাতে সরকারি হাসপাতালগুলিতে এই ককটেল ইঞ্জেকশন পাওয়া যায়, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ করুক সরকার ৷ ভ্যাকসিনেশন অবশ্য প্রয়োজনীয়, কিন্তু ককটেল ভীষণ জরুরি প্রয়োজন ৷
আরও পড়ুন : Laxmi and Abhishek test covid positive : করোনা আক্রান্ত লক্ষ্মীরতন শুক্লা ও অভিষেক ডালমিয়া