কলকাতা, 17 এপ্রিল : বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বামপ্রার্থী সায়রা শাহ হালিমকে 20 হাজারের সামান্য বেশি ভোটে হারিয়েছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ বাবুল যেখানে 49.69 শতাংশ ভোট পেয়েছেন, সেখানে সায়রা 30.06 শতাংশ পেয়ে পিছনে ফেলে দিয়েছেন গেরুয়া শিবিরকে ৷ এই হার বামেদের কাছে পরাজয় নয়, বরং দীর্ঘ লড়াইয়ের পর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বলে মনে করছেন বাম নেতারা ৷ যদিও সিপিআইএম-এর এই ভাল ফলকে পাত্তা দিতে নারাজ বাবুল (Babul Supriyo Slams Saira Shah Hailm over Ballygunge By Poll) ৷ টুইটারে প্রতিদ্বন্দ্বী সায়রাকে আক্রমণ করলেন তিনি ৷
তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে বাম দলের প্রচার নিয়ে তীব্র সমালোচনা করে একটি টুইট করে বাবুল লেখেন, "মিথ্যে আর প্রতারণার নোংরা, কুৎসিত প্রচার করেছে রাজ্য সিপিআইএম ৷ এরপরেও বামফ্রন্ট এবং সায়রা শাহ হালিম লজ্জা শরম ভুলে গিয়েছে ৷ মানুষ তৃণমূলকে নির্বাচিত করে তাঁকে ছুড়ে ফেলে দিয়েছে ৷ তাও তিনি একই রকম কুৎসিত ভাষা ব্যবহার করে যাচ্ছেন ৷ যাইহোক না কেন, তাঁর দল বিধানসভায় বিগ জ়িরো ৷"
আরও পড়ুন : ‘‘মানুষের এই রায়কে সম্মান করি না’’, হেরে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট বাবুলের
সিপিআইএম প্রার্থী সায়রা তাঁর নির্বাচনী প্রচারে বাবুল সুপ্রিয়র বিজেপি থেকে তৃণমূলে চলে আসার বিষয়টি তুলে ধরেছিলেন ৷ সম্ভবত এতেই চটেছেন তৃণমূল নেতা ৷ তাঁকে দুর্নীতিগ্রস্ত বলায় পাল্টা উত্তরে প্রাক্তন বাবুল লিখেছেন, "আর এখন এই মহিলা যিনি হেরে গিয়েছেন, তিনি মানুষের রায় গ্রহণ করার সৌজন্যটুকুও দেখাচ্ছেন না ৷ উল্টে আমাকে 'দুর্নীতিগ্রস্ত' বলে যাচ্ছেন ৷ কিন্তু আমি বিনীত ও শান্ত ভাবে আমার জয় উপভোগ করছি ৷ তিনি তাঁর হারের যন্ত্রণা নিয়ে থাকুন ৷" এই টুইট করে দু'টি হ্যাশট্যাগ দিয়েছেন বাবুল ৷ একটিতে লেখা 'শিক্ষাই মানুষকে শিক্ষিত করে না', আরেকটিতে 'হেরো বিজেপি সিপিআইএম' ৷