আসানসোল, 17 এপ্রিল : "আসানসোল প্রমাণ করল, তারা বাবুলকে ভোট দিত, বিজেপিকে নয়" ৷ আসানসোলে বিরাট ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ৷ এই জয়ের খবরে প্রাথমিক প্রতিক্রিয়া বালিগঞ্জের নব নির্বাচিত বিধায়ক তথা আসানসোলের প্রাক্তন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র । ইটিভি ভারতের প্রতিনিধিকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন তিনি । ভাগ করে নিয়েছেন নিজের অনুভূতির কথা (TMC leader Babul Supriyo reaction over Asansol By Poll victory 2022) ।
বিমানে যোগগুরু রামদেব বাবার সঙ্গে আলাপচারিতা । রাজনীতিতে আসার ইচ্ছে প্রকাশ । আর তারপরেই 2014-য় আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হন গায়ক বাবুল সুপ্রিয় । প্রথম চালেই বাজিমাত । বাবুলের হাত ধরে আসানসোল লোকসভা কেন্দ্রে খাতা খোলে বিজেপি । 2014-য় সাংসদ পদে জয়ের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও স্থান করে নেন বাবুল সুপ্রিয় । 2019-এর আসানসোল লোকসভা নির্বাচনে ফের বিজেপির প্রার্থী হন বাবুল সুপ্রিয় । 2 লক্ষের কাছাকাছি ভোট পেয়ে রেকর্ড গড়ে জয়ী হন তিনি । এবারও মোদির মন্ত্রিসভায় জায়গা পেলেন বিজেপি সাংসদ । কিন্তু একুশের রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হয় । বাবুল সুপ্রিয় নিজেও টালিগঞ্জ বিধানসভা আসনে অরূপ বিশ্বাসের কাছে পরাজিত হন । এরপরেই এনডিএ মন্ত্রিসভা থেকে বাবুল সুপ্রিয়কে সরিয়ে দেওয়া হয় । অপমানিত বিজেপি সাংসদ রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নেন এবং সোশ্যাল মাধ্যমে তা বারে বারে জানাতে থাকেন ৷
আরও পড়ুন : Babul Supriyo : বিজেপি সাংসদ পদে ইস্তফা দিয়ে শুভেন্দুকে আক্রমণ তৃণমূল নেতা বাবুলের
শুরু হয় রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় ৷ সেপ্টেম্বরের মাঝামাঝি তৃণমূল কংগ্রেসে যোগ দেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ৷ 19 অক্টোবর লোকসভার অধ্যক্ষ (Lok Sabha Speaker) ওম বিড়লার (Om Birla) বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে গায়ক-নেতা বাবুল নিজের পদত্যাগপত্র তুলে দেন ওম বিড়লার হাতে ৷